নয়াদিল্লি: ভগত সিংহকে নিয়ে বিতর্কের জেরে বই বিক্রি এবং বিতরণ বন্ধ করল দিল্লি বিশ্ববিদ্যালয়।


প্রসঙ্গত, দিল্লি বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমের অন্তর্গত ইতিহাসের বইতে ভগৎ সিংহকে বিপ্লবী সন্ত্রাসবাদী বলে উল্লেখ করা রয়েছে। যাকে কেন্দ্র করে নানা মহল থেকে সমালোচনার ঝড় উঠেছে। এরই জেরে এই সিদ্ধান্ত।

বইটির নাম 'ইন্ডিয়া'স স্ট্রাগল ফর ইনডেপেনডেন্স'। দু'দশক ধরে বইটির ২০ তম অধ্যায়ে ভগত সিংহ, চন্দ্রশেখর আজাদ, সূর্য সেন সহ একাধিক স্বাধীনতা সংগ্রামীকে বিপ্লবী সন্ত্রাসবাদী বলে উল্লেখ করা রয়েছে। সেখানে চট্টগ্রাম আন্দোলনকেও সন্ত্রাসবাদী আচরণ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

বইটির হিন্দি সংস্করণটি প্রকাশিত হয় ১৯৯০ সালে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টরেট অফ হিন্দি মিডিয়াম ইমপ্লিমেনটেশন থেকে "ভারত কা স্বতন্ত্র সংঘর্ষ" নামে বইটি প্রকাশিত হয়।

বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র মলয় নীরভ জানিয়েছেন, বিপান চন্দ্র, মৃদুলা মুখোপাধ্যায়, আদিত্য মুখোপাধ্যায়, সুচেতা মহাজন এবং কেএন পানিক্কর সম্পাদিত দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত "ভারত কা স্বতন্ত্র সংঘর্ষ" বইটি বিক্রি বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, এইসব স্বাধীনতা সংগ্রামীর পরিবারের আপত্তিতেই নড়ে চড়ে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাঠ্য বইতে ভগত সিংহ, সূর্য সেন প্রমুখকে নিয়ে এধরণের মন্তব্য থাকায় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির কাছে তাঁরা লিখিতভাবে অভিযোগও জানান। উপাচার্য যোগেশ ত্যাগির সঙ্গে দেখাও করেন তাঁদের পরিবারের লোকজন।

এই ইস্যুতে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন স্মৃতি ইরানিও। তিনি বলেন, 'সন্ত্রাসবাদী' শব্দটিকে আমরা সম্মানের চোখে দেখি না। দিল্লি বিশ্ববিদ্যালয় স্বশাসিত। কিন্তু তারা কী ধরনের শব্দ ব্যবহার করবে, তা অবশ্যই পুর্নবিবেচনা করে দেখতে হবে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বইটির ইংরেজি সংস্করণটি যেহেতু তারা প্রকাশ করে না, তাই সেটি বিক্রি বা বিতরণের ওপর তাঁদের কোনও নিয়ন্ত্রণ নেই। তাঁরা আরও জানিয়েছেন, এটি পাঠ্য বই নয়। সহায়ক বই। ইংরেজি মাধ্যমের প্রকাশক পেঙ্গুইন জানিয়েছে, বইটি পুনরায় সম্পাদনা করা হবে।