নয়াদিল্লি: দিল্লি বিশ্ববিদ্যালয়ের দৌলতরাম কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করলেন প্রথম বর্ষের এক ছাত্রী। এই অভিযোগের ভিত্তিতে গত ৩১ জানুয়ারি ওই অধ্যাপকের বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ। এই ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশকর্মীরা।
১৭ বছর বয়সি এই ছাত্রী হরিয়ানার বাসিন্দা। তাঁর অভিযোগ, একা থাকলেই ওই অধ্যাপক তাঁর শ্লীলতাহানি করার চেষ্টা করতেন। তিনি পিছু নিতেন, ফোন করে একা দেখা করতে বলতেন। এই প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকিও দেন তিনি। এরপরেই পুলিশের দ্বারস্থ হন ওই ছাত্রী।
অধ্যাপকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর
Web Desk, ABP Ananda
Updated at:
05 Feb 2018 09:28 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -