নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিগ্রি নিয়ে বিতর্ক থামাতে নারাজ আম আদমি পার্টি (আপ)। অরবিন্দ কেজরীবালের দলের নয়া দাবি, দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যোগেশ ত্যাগীর উপর চাপ সৃ্ষ্টি করা হচ্ছে। উপাচার্য নিজেই এই চাপের কথা স্বীকার করেছেন।

 

বুধবার আপ-এর একটি প্রতিনিধি দল উপাচার্যর সঙ্গে দেখা করে। ওই প্রতিনিধি দলের সদস্যরা মোদীর বিএ ডিগ্রির নথি দেখতে চান। যদিও তাঁদের নিরাশ হতে হয়।

 

উপাচার্যের সঙ্গে দেখা করে বেরিয়ে আপ নেতা সঞ্জয় সিংহ বলেন, উপাচার্যকে দেখে অসহায় মনে হচ্ছিল। তিনি স্বীকার করেছেন, তাঁর উপর প্রবল চাপ আছে। সেই কারণেই তিনি মোদীর ডিগ্রির নথি দেখাতে চাননি। তাঁরা সন্দেহ করছেন, প্রধানমন্ত্রীর ডিগ্রি জাল। সেই কারণেই উপাচার্য সেটি লুকোতে চাইছেন।

 

এরপর দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীবাল ফের মোদীকে নিশানা করেছেন। বিজেপি সভাপতি অমিত শাহ ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি যখন সাংবাদিকদের সামনে প্রধানমন্ত্রীর ডিগ্রির কাগজ দেখিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেগুলি পরীক্ষা করে নেওয়ার কথা বলছেন, তখন উপাচার্য কেন সেগুলি দেখাতে চাইছেন না? প্রধানমন্ত্রীর ডিগ্রিতে কী রহস্য আছে? প্রশ্ন কেজরীবালের।