নয়াদিল্লি: সোশাল মিডিয়ায় প্রতিদিনই নিত্যনতুন জিনিস উঠে আসে। কোনও ভিডিও বা ছবি সোশাল মিডিয়া ব্যবহারকারীদের নজর কেড়ে নেয়। কোনও কোনও ভিডিও বা ছবি তো সকলকে তাজ্জব করে দেয়। এবার এমনই একটি ভিডিও সোশাল মিডিয়ায় সামনে এল, যেখানে একটি হাঁসকে পুকুরে মাছদের মুখে খাবার তুলে দিতে দেখা যাচ্ছে। ভিডিওটি ইতিমধ্যেই সাড়া ফেলেছে।
ইন্ডিয়ান ফরেস্ট অফিসার প্রবীণ কাসওয়ান ৩২ সেকেন্ডের এই ক্লিপ ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার প্রবীণ কাসওয়ান ট্যুইটারে শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি পুকুরের পাশে ট্রে-তে রয়েছে দানাশষ্য। হাঁসটি তাঁর ঠোঁটে করে ক্ষুদ্র ক্ষুদ্র দানাগুলি তুলে নিয়ে পুকুরের পাড়ে চলে আসা মাছগুলির মুখে দিচ্ছে।
ভিডিও শেয়ার করে কাসওয়ান লিখেছেন, ভালো বন্ধুত্বের নিদর্শন দেখাতে পারেন? এই মাছগুলি খুব ভালো বন্ধু পেয়েছে।



ভিডিওটি নিঃসন্দেহেই খুব মজাদার। নেটিজেনরা যে বেশ উপভোগ করেছেন ভিডিওটি, তাঁদের প্রতিক্রিয়াতেই স্পষ্ট। ইতিমধ্যেই ২২ হাজারের বেশি ভিউ হয়েছে। লাইকও পড়েছে দেদার।