নয়াদিল্লি:  উত্তর ভারতে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় হাওড়া এবং শিয়ালদাগামী ট্রেন পরিষেবা ব্যাহত।

হাওড়াগামী অমৃতসর মেল এবং জোধপুর এক্সপ্রেস ১৮ ঘণ্টা দেরিতে চলছে। ১৪ ঘণ্টা দেরিতে চলছে কালকা মেল। ১১ ঘণ্টা দেরিতে চলছে রাজধানী এক্সপ্রেস এবং হরিদ্বার এক্সপ্রেস। হিমগিরি এক্সপ্রেস সাড়ে ৯ ঘণ্টা, বিভূতি এক্সপ্রেস ৮ ঘণ্টা, চম্বল এক্সপ্রেস ৭ ঘণ্টা, মুম্বই মেল ভায়া ইলাহাবাদ ৪ ঘণ্টা এবং দুন এক্সপ্রেস ৩ ঘণ্টা দেরিতে চলছে। শিয়ালদাগামী ট্রেনের মধ্যে রাজধানী এক্সপ্রেস ১০ ঘণ্টা, জম্মু-তাওয়াই এক্সপ্রেস ৯ ঘণ্টা এবং আজমেঢ় এক্সপ্রেস ৫ ঘণ্টা দেরিতে চলছে। হাওড়া থেকে বাতিল করা হয়েছে তুফান এবং মিথিলা এক্সপ্রেস। বেশ কয়েকটি আপের ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। হাওড়া থেকে জোধপুর এক্সপ্রেস দুপুর পৌনে একটায় ছড়াবে।