ভূবনেশ্বর:  সাধারণ ধর্মঘটের জেরে দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন চলাচল ব্যাহত। ওড়িশার বালেশ্বর, জলেশ্বর ও সোরো স্টেশনে অবরোধের জেরে একাধিক দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে পড়ে। ধর্মঘটীরা অবরোধ করায় ইস্ট-কোস্ট ডিভিশনের ভদ্রক, ভূবনেশ্বর, কেওনঝড় ও বেরহামপুর স্টেশনেও দাঁড়িয়ে পড়েছে ট্রেন।