রাজধানীতে কুয়াশার দাপট, সাময়িক বন্ধ করে দেওয়া হল দিল্লি বিমানবন্দর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Dec 2016 08:55 AM (IST)
নয়াদিল্লি: রাজধানীতে কুয়াশার দাপট। দিল্লি বিমানবন্দরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হল বিমান চলাচল। বুধবারের মতো আজও রাজধানীর আকাশ সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা ছিল। দৃশ্যমানতা নেমে গিয়েছে ৫০ মিটারের নিচে। এর জেরে ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ও অন্তর্দেশীয় উড়ানগুলির সময় পিছিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে বিপর্যস্ত রাজধানীর বিমান পরিষেবা।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -