গাঁধীনগর:  গুজরাতে প্রবল বৃষ্টির জেরে স্থগিত প্রধানমন্ত্রীর রাজ্য সফর। বৃষ্টি বিপর্যয়ে এখনও পর্যন্ত সেখানে ৩০ জনের মৃত্যু।


 

২০ জুলাই একদিনের সফরে ভালসাদ, জুনাগড় ও গাঁধীনগরে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে প্লাবিত ওই সব এলাকায় উদ্ধার এবং ত্রাণকাজ শুরু হয়েছে। প্রশাসনিক কাজে ব্যাঘাত না ঘটাতেই প্রধানমন্ত্রীর সফর স্থগিত রাখার সিদ্ধান্ত।

এদিকে, বৃষ্টির জেরে জামনগর থেকে পোরবন্দর পর্যন্ত রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। জল ঢুকেছে জামনগর রিফাইনারিতে। নবসারীতে ফুঁসছে অম্বিকা নদী। আতঙ্কিত আশপাশের এলাকার বাসিন্দা।