শ্রীনগর: গতকাল দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় এনকাউন্টারে খতম হওয়ার আগে নিরাপত্তাবাহিনীর আত্মসমর্পণের অফার প্রত্যাখ্যান করে আবু দুজানা।
কুখ্যাত এই লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদীর সঙ্গে নিরাপত্তাবাহিনীর এক অফিসারের টেলিফোনে বাক্যবিনিময়ের রেকর্ডিং অনুযায়ী, সে বলে, আমি কেন আত্মসমর্পণ করব? আমি ঘর ছেড়েছি শহিদ হব বলেই। আজ না হয় কাল, আমার মৃত্যু হবেই।
নাম জানা যায়নি ওই অফিসারের। তিনি দুজানাকে তার বাবা-মা, স্ত্রীর কথা মনে করিয়ে আত্মসমর্পণে রাজি করাতে চেষ্টা করেন। কিন্তু সে বলে দেয়, আমি বিবাহিত নই। বিয়ে করেছি বলে প্রোপাগান্ডা চলছে। বাবা-মাকে যেদিন ছেড়ে এসেছি, সেদিন থেকে ওরা আমার কাছে মৃত।
ওই অফিসার দুজানাকে বলেন, সে যেন মনে রাখে কাশ্মীরের সমস্যার অন্তরালে একটা 'ছক' রয়েছে। দুজানা জবাব দেয়, আমার সিস্টেমটা জানা আছে। সব বুঝি। কেউ খেলা খেলতে চাইলে আমি কী করতে পারি? আমায় নিজের পথে চলতে হবে।
তবে দুজানা হেসে ওঠে যখন অফিসারটি তাকে বলেন, কত দূর থেকে তাকে ধরতে এসেছেন তিনি! এমনকী সে অফিসারের ভাল-মন্দ খবরাখবরও নেয়। বলে, বহু বছর বাদে তাঁর সঙ্গে কথা হচ্ছে।
দুজানা তাঁকে মজা করে বলে, আমরা যখন সিপাই-চোর খেলতাম, কখনও তোমরা জিততে, কখনও আমরা। আজ তুমি আমায় হাতে পেয়েছ, অভিনন্দন। পাল্টা ওই অফিসার বলেন, তিনি স্রেফ নিজের কাজ করছেন। দুজানা বলে, আমিও আমার কর্তব্য় পালন করব।
অফিসার দুজানাকে বলেন, কেউই অকারণে কাউকে মারতে চায় না। দুজানা বলে, তা বটে, তবে আমার খবর যে-ই তোমাকে দিয়ে থাকুক, সে আমার মৃত্যু চায়। শুনে রাখ, আমি ধরা দিতে পারব না, জানি আমার প্রতি তোমার কোনও বিদ্বেষ নেই, তুমি তোমার কাজ করছি, যেমন আমিও আমারটা করছি। তুমি তোমার কর্তব্য় কর, আমার ভাগ্য়ে যা লেখা আছে, আল্লাহ সেটাই করবেন।
অফিসার তাকে বলেন, সে যা করছে, সেটা জিহাদ নয়, দুজানার জবাব, চলো ইয়ার, কী আর করা যাবে?
অফিসার তাকে আশ্রয় নেওয়া বাড়ি থেকে বেরিয়ে ধরা দিতে বলেন, মন্তব্য় করেন, এতে রক্তপাত বন্ধ হবে। দুজানা বলে, আমি কখনই রক্তপাতে প্ররোচনা দিইনি, সবাই জানে। এরপরই ফোন কেটে দেয় সে।
আজ তুমি আমায় হাতে পেয়েছ, অভিনন্দন! আত্মসমর্পণের অফার উড়িয়ে অফিসারকে বলে দুজানা
Web Desk, ABP Ananda
Updated at:
03 Aug 2017 06:04 PM (IST)
আবু দুজানা ফাইল চিত্র
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -