গ্রেটার নয়ডা: অভিনব উপায়ে রেলের সিগন্যাল সবুজ থেকে লাল করে দিয়ে ট্রেন থামিয়ে যাত্রীদের টাকা-পয়সা সহ বিভিন্ন সামগ্রী লুঠ করার অভিযোগে গ্রেফতার করা হল দুই যুবককে। সিসিটিভি ফুটেজে তাদের বিরুদ্ধে রেল লাইনে দু’টাকার কয়েন ফেলে রেখে সিগন্যাল লাল করে দেওয়ার প্রমাণ মিলেছে বলে দাবি পুলিশের। যদিও রেলের পক্ষ থেকে বলা হয়েছে, এভাবে সিগন্যাল বদলে দেওয়া যায় না। ধৃতরা নিশ্চয়ই অন্য কোনও উপায়ে সিগন্যাল বদলে দিত। পুলিশের পাশাপাশি রেলও এই ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সুপার (গ্রামীণ) সুনীতি জানিয়েছেন, দাদরি ও বোরাকি স্টেশনের মাঝে বারবার সিগন্যাল বিকল হতে থাকায় সন্দেহজনক জায়গাগুলিতে সিসিটিভি লাগানো হয়। রেল ও পুলিশ যৌথভাবে নজরদারি শুরু করে। কয়েকদিন আগে ধৃতরা দাদরি স্টেশনের কাছে রেল লাইনে দু’টাকার কয়েন ফেলে সিগন্যাল লাল করে দেয়। সিসিটিভি ফুটেজে সেই ঘটনা ধরা পড়ে। এরপরেই তিলপতা রেল পুলিশ ও সুরজপুর থানার পুলিশের যৌথ অভিযানে রাজন কুমার (২২) ও দীনেশ কুমার (২৩) নামে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়। জেরার মুখে তারা অপরাধের কথা স্বীকার করেছে।
দাদরিতে রেল লাইনে কয়েন ফেলে সিগন্যাল লাল করে লুঠ, গ্রেফতার ২
Web Desk, ABP Ananda
Updated at:
16 Nov 2017 06:07 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -