দেখুন! এই বলিউড অভিনেত্রীর সঙ্গে সিক্রেট লাঞ্চ ডেটে ডয়েন ব্র্যাভো
ABP Ananda, Web Desk | 14 Oct 2016 12:23 PM (IST)
মুম্বই: স্থানীয় একটি নিরিবিলি রেস্তোঁরায় ওয়েস্ট ইন্ডিজের স্টার ক্রিকেটার ডয়েন ব্র্যাভোর সঙ্গে দেখা গেল বলিউড ও দক্ষিণের নামি অভিনেত্রী শ্রিয়া সারনকে। জানা গেছে, ‘দৃশ্যম’ অভিনেত্রী একের পর এক সোলো ফটোয় হাসিমুখে পোজ দিচ্ছিলেন কিন্তু ব্র্যাভো তাঁর ফ্রেমে ঢুকতেই তিনি সাবধান হয়ে যান, আর ছবি তোলাতে রাজি হননি। দু’জনের পরনেই কালো পোশাক। ব্র্যাভোর কালো টি শার্টের পাশে শ্রিয়া পরেছিলেন কালো শর্টসের সঙ্গে টপ। তবে শ্রিয়া ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারের সঙ্গে ছবি তুলতে রাজি না হলেও নিরুদ্বিগ্ন ছিলেন ব্র্যাভো। রেস্তোঁরা থেকে বেরিয়ে পাপারাৎজিদের দেখেই শ্রিয়া তাঁর গাড়ির দিকে হাঁটতে শুরু করেন। কিন্তু ব্র্যাভোর কোনও হেলদোল ছিল না। ক্রিকেটের পাশাপাশি ব্র্যাভোর ডিজেগিরিও দারুণ চলছে। কিছুদিন আগে ‘ঝলক দিখলা যা সিজন ৯’-এ ওয়াইল্ড কার্ডের সাহায্যে যোগ দিয়েছিলেন তিনি।