কাসারগোড় (কেরল): কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকরের অনু্ষ্ঠানে বিক্ষোভ সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের। গতকাল নয়াদিল্লিতে সিপিএমের কেন্দ্রীয় কার্যালয় একেজি ভবনে হিন্দু সেনার দুই সদস্যের হাতে পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নিগ্রহের অভিযোগের প্রতিবাদে আজ যুবশাখার কয়েকজন কর্মী এখানে কেন্দ্র্রীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে দর্শকাসন থেকে উঠে জাভরেকরকে কালো পতাকা দেখায়, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধেও স্লোগান দেয়। মঞ্চে তখন ভাষণ দিতে উঠছেন তিনি। মন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করায় তাদের গ্রেফতার করে হল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিক্ষোভকারীরা পড়ুয়া পরিচয়ে সভাকক্ষে ঢুকেছিল বলে জানায় পুলিশ। পরে অনুষ্ঠান হয় নির্বিঘ্নে। গতকাল ইয়েচুরির ওপর হামলার নিন্দা করেছে দলমত নির্বিশেষে সকলে। সঙ্ঘ পরিবার পরিকল্পিত কায়দায় তাঁকে নিগ্রহ করেছে বলে অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের।