নয়াদিল্লি: পরিবারতন্ত্র নিয়ে নাম না করে কংগ্রেসকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, ‘পরিবারতন্ত্রের রাজনীতির দিন শেষ হয়ে গিয়েছে। মানুষ এখন কঠোর পরিশ্রমকেই গুরুত্ব দিচ্ছেন। নেতারা কাজের মাধ্যমেই জনতার মন জয় করার চেষ্টা করছেন। অন্য দলগুলির কাছে পরিবারই প্রধান হতে পারে, তবে আমাদের কাছে দেশই সবার আগে।’


বিজেপি মোর্চার অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে তিনি কৃষক, তফশিলি জাতি ও উপজাতি, মহিলা ও যুব সম্প্রদায়কে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। তাঁর দাবি, আগের সরকারের সঙ্গে বর্তমান সরকারের কাজের পার্থক্য সহজেই বোঝা যায়। এই সরকারের কাজকর্ম নিয়ে কোনও অভিযোগ নেই।

বিজেপি সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব বলেছেন, লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। এই প্রথম দলের সব শাখার বৈঠক হল। মোর্চা নেতা-কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, মোর্চাগুলি দলের সামনের সারির সংগঠন। বর্তমানে বিজেপি সভাপতি অমিত শাহও মোর্চা থেকেই উঠে এসেছেন। তিনি একসময় ভারতীয় জনতা যুব মোর্চার কর্মী ছিলেন। লোকসভা নির্বাচনের আগে সামনে তাকাতে হবে। মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলতে হবে। বিশেষ করে প্রথমবারের ভোটারদের দলের আদর্শ, মহিলা, কৃষক ও গরিব মানুষের জন্য সরকারের বিভিন্ন কাজকর্মের কথা বোঝাতে হবে। কেন্দ্রীয় সরকারের গ্রাম স্বরাজ প্রকল্পের ফলে ২১,০০০ গ্রামের মানুষ উপকৃত হচ্ছেন। বিশেষ করে দলিত ও উপজাতিরা এই প্রকল্পগুলির সুবিধা পাচ্ছেন।

বিজেপি সভাপতি বলেছেন, আগামী লোকসভা নির্বাচনে ৫০ শতাংশের বেশি ভোট পাওয়ার লক্ষ্য নিয়ে এগোতে হবে। এর ফলে বিরোধী দলগুলির জোট অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। কংগ্রেস সেরা সময়েও কোনওদিন ৫০ শতাংশ ভোট পায়নি। সেটা করে দেখানোই বিজেপি-র লক্ষ্য। ২২ কোটি মানুষ মোদী সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছেন। সাতটি মোর্চাকেই মানুষের কাছে গিয়ে তাঁদের বোঝাতে হবে। বিশেষ করে যুবসমাজকে কাছে টানতে হবে।