নয়াদিল্লি:  সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের সময়ই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ ই আহমেদ। জানা গেছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক।

সংসদ থেকে তাঁকে সঙ্গে সঙ্গে রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, কেরলের এই সাংসদকে ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং তাঁর শারীরিক অবস্থার গতিপ্রকৃতির দিকে নজর রাখা হচ্ছে।

হাসপাতালের পদস্থ চিকিত্সক জানিয়েছেন, আহমেদকে যখন নিয়ে আসা হয়, তখন তাঁর হৃদস্পন্দন ও নাড়ির গতি-কিছুই ছিল না। চিকিত্সকরা কৃত্রিম উপায়ে তাঁর শ্বাসপ্রশ্বাস ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করার পর তাঁর হৃদস্পন্দন ফিরে আসে। কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক।

এর আগে সংসদে ইন্ডিয়ান মুসলিম লিগের সভাপতি আহমেদ অস্বস্তি ও শ্বাসকষ্টের কথা জানান। সংসদ ভবনের কর্মীরা প্রাথমিক শুশ্রুষা করেন। কিন্তু ব্যাথা না কমায় তাঁকে রাম মনোহর লোহিয়া হাসপাতালের নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা সম্পর্কে খোঁজ নিতে এসেছিলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ।

পূর্বতন ইউপিএ সরকারের আমলে বিদেশ দফতরের প্রতিমন্ত্রী ছিলেন আহমেদ।