নয়াদিল্লি: দেশে নগদহীন লেনদেনকে উত্সাহিত করতে গত বছর কেন্দ্রের লাকি ড্র প্রকল্পে ইতিমধ্যেই ৪৫ জন লাখপতি হয়েছেন। গত বছর ২৫ ডিসেম্বর থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) ডিজিটাল লেনদেনকারীদের মধ্যে প্রতি সপ্তাহে ১৫ জন বিজেতার নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছিল। এতদিন পর্যন্ত ৪৫ জন বিজেতা এক লক্ষ টাকা করে পুরস্কার জিতেছেন।
এছাড়াও প্রতিসপ্তাহে ৬১৪ বিজয়ী (৫০০ ব্যবসায়ী ও ১১৪ গ্রাহক) ৫০ হাজার টাকা করে, সাড়ে ছয় হাজার সৌভাগ্যবান ১০,০০০ টাকা করে পেয়েছেন। বৈদ্যুতিন লেনদেনের জন্য প্রতিদিন প্রায় ১৫,০০০ জন তাঁদের অ্যাকাউন্টে ১০০০ টাকা করে পেয়েছেন।
এনপিসিআই-এর চিফ প্রোজেক্ট অফিসার এস কে গুপ্তা জানিয়েছেন, গ্রাহকদের ডিজিটাল লেনদেনের ট্রান্জাকশন নম্বর সংগ্রহ করা হয়। এর মধ্যে থেকে কম্পিউটারের মাধ্যমে লাকি ড্রর জন্য নম্বর বেছে নেওয়া হয়। পুরো প্রক্রিয়া ভিডিও রেকর্ডিং করা হয় এবং যখন এই প্রক্রিয়া চলে তখন অডিটররা উপস্থিত থাকেন।
গুপ্তা জানিয়েছেন, এই লাকি ড্র-র ১ কোটি, ৫০ লক্ষ ও ২৫ লক্ষ পুরস্কার আগামী ১৪ এপ্রিল ঘোষণা করা হবে। গত বছরের নভেম্বর থেকে ১৪ এপ্রিল পর্যন্ত যাবতীয় লেনদেন এই প্রকল্পের আওতায় পুরস্কারের জন্য বিবেচিত হবে। শর্ত একটাই, এই ডিজিটাল লেনদেন রুপে কার্ড, এনপিসিআই-এর ভীম অ্যাপ, ইউএসএসডি ভিত্তিক *99# সার্ভিস বা আধার ভিত্তিক পেমেন্ট সার্ভিসের মাধ্যমে হতে হবে।
লাকি ড্র: ক্যাশলেস লেনদেন প্রকল্পে তিন সপ্তাহে ‘লাখপতি’ ৪৫ জন!
ABP Ananda, web desk
Updated at:
15 Jan 2017 10:53 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -