নয়াদিল্লি: প্রকাশ্যে মুত্রত্যাগের প্রতিবাদ করে খুন হওয়া ই-রিক্সাচালকের হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণের দাবি তুললেন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু। একইসঙ্গে, নিহতের পরিবারকে দিলেন আর্থিক ক্ষতিপূরণও।


সোমবার, দিল্লি বিজেপি সভাপতি মনোজ তিওয়ারিকে সঙ্গে নিয়ে নিহত চালক রবীন্দ্রর  (৩২) বাড়ি যান বেঙ্কাইয়া। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ হিসেবে নিহতের স্ত্রীর হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন।


[embed]https://twitter.com/MVenkaiahNaidu/status/869179218323570688[/embed]

পাশাপাশি, ঘটনাস্থল পরিদর্শনও করেন কেন্দ্রীয় মন্ত্রী। পুলিশকে নির্দেশ দেন, যারা রবীন্দ্রকে খুন করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। তিওয়ারি জানান, যেখানে এই ঘটনা ঘটেছে, তার থেকে ঢিলছোঁড়া দূরত্বে রয়েছে সুলভ শৌচাগার।


রবিন্দরকে স্বচ্ছ ভারত অভিযানের দূত উল্লেখ করে তিনি বলেন, এই প্রথম কোনও ব্যক্তিকে এই অভিযানের খাতিরে নিজের প্রাণের বলি দিতে হল।


[embed]https://twitter.com/MVenkaiahNaidu/status/869180245961711616[/embed]

প্রসঙ্গত, গত গত শনিবার জিটিবি মেট্রো স্টেশনের কাছে মধ্যাহ্নভোজন সারছিলেন পেশায় ই-রিক্সাচালক রবীন্দ্র। অভিযোগ, সেই সময় তিনি দুই ব্যক্তিকে প্রকাশ্যে মূত্রত্যাগ করতে দেখে প্রতিবাদ করেন। জানা গিয়েছে, ওই ২ জন সেই সময় মদ্যপ ছিল।


[embed]https://twitter.com/MVenkaiahNaidu/status/869180653966729216[/embed]

তখনকার মতো চলে গেলেও, সন্ধ্যায় ২ জন আরও জনা বিশেককে সঙ্গে নিয়ে এসে রবীন্দ্রকে পাথর ও ইটের বাড়ি মারে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় রবীন্দ্রর। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে এই ঘটনায় এখনও পর্যন্ত দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ২ কলেজ পড়ুয়াকে আটক করেছে পুলিশ।


[embed]https://twitter.com/MVenkaiahNaidu/status/869181986744655873[/embed]