নয়াদিল্লি: ইন্দোনেশিয়ার বালি বিমানবন্দরে আটকে পড়ে সোস্যাল মিডিয়ায় বিদেশমন্ত্রকের ওপর ক্ষোভ উগরে দিলেন এক ভারতীয় মহিলা। যার জেরে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের প্রতিক্রিয়া, আজকাল তিনি শুধু কটু ভাষাই শুনছেন!
লখনউয়ের ভিনধর্মী দম্পতির পাসপোর্টের আবেদন মঞ্জুর করার ইস্যুতে বিতর্কের প্রেক্ষাপটে সম্প্রতি সোস্যাল মিডিয়ায় তুমুল, নির্মম ট্রোলিং সহ্য করতে হয়েছে সুষমাকে।




ঘটনাচক্রে বিমানে পাসপোর্ট ফেলে আসায় বালি বিমানবন্দরে আটকে পড়েন ওই ভারতীয় মহিলা যাত্রী। তাঁকে বসিয়ে রাখেন ইন্দোনেশিয়ার অভিবাসন দপ্তরের লোকজন। ট্যুইটারে সুষমার সাহায্য চাইলে তিনি তাঁকে সবরকম সহায়তার আশ্বাস দেন। কিন্তু তাঁর দ্রুত ভারতে ফেরার ব্যাপারে ভারতীয় দূতাবাস কর্মীদের পদক্ষেপে খুশি না হয়ে ওই যাত্রী ফের ট্যুইট করেন, সুষমা স্বরাজ, দয়া করে বলুন, কী ব্যবস্থা নিলেন যে, গোটা বিষয়টায় ২৪ ঘন্টার বেশি দেরি হয়ে গেল? শুধু মুখের কথাই সার, কাজের কাজ কিছুই হয়নি। আমি এখানে আটকে রয়েছি। সুষমা ট্যুইট করেন, বেটা, তোমার ক্ষোভের কারণ বুঝতে পারছি। আমরা সবরকম চেষ্টা করছি। আমাদের কনসাল জেনারেল, রাষ্ট্রদূত বিষয়টা দেখছেন। ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমাদের ডেপুটি চিফ অব মিশনও নিষ্পত্তি করতে বিদেশমন্ত্রকে এসেছেন।

এক ট্যুইটার ব্যবহারকারী ওই আটকে পড়া মহিলা যাত্রীর আচরণের প্রতিবাদ করে জানতে চান, তিনি কেন সুষমার প্রতি রূঢ় ভাষা প্রয়োগ করছেন। তখনই সুষমা ট্যুইট করেন, খারাপ লাগে না। বিদেশমন্ত্রীকে আজকাল শুধু কঠিন ভাষাই শুনতে হচ্ছে।