গোড্ডা (ঝাড়খন্ড): পাকিস্তান আগে ভারতীয় জওয়ানদের মাথাকাটা দেহ পাঠাত। আর এখন বদলটা দেখুন, ৪৮ ঘন্টার মধ্যে ভারতীয় বায়ুসেনার বন্দি পাইলটকে ছেড়ে দিতে হচ্ছে ওদের। উইং কমান্ডার অভিনন্দন বর্তমান আমাদের মধ্যে ফিরে এসেছেন। মঙ্গলবার এখানে দলীয় কর্মীদের সভায় এ কথা বললেন বিজেপি সভাপতি অমিত শাহ। পুলওয়ামা হামলার জবাবে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের ভিতরে ঢুকে সন্ত্রাসবাদী প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের শক্তির পরিচয় দিয়েছে বলেও জানান তিনি। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকেও নিশানা করে বিজেপি সভাপতি অভিযোগ করেন, কেন্দ্রের দ্বিতীয় ইউপিএ সরকার ঝাড়খন্ডকে মাত্র ৫৫,২৫৩ কোটি টাকা দিয়েছিল। আর কেন্দ্রের বিজেপি-এনডিএ সরকার ৩.১৩ লক্ষ কোটি টাকা দেওয়ার পাশাপাশি রাজ্যের নানা উন্নয়নমূলক প্রকল্পও হাতে নিয়েছে। তিনি বলেন, ১০ বছর কেন্দ্রে ইউপিএ সরকার ছিল, জানতে চাই, ঝাড়খন্ডের জন্য কী করেছে? এদিকে বালাকোটে ভারতীয় বায়ুসেনার হামলায় ২৫০-র বেশি জঙ্গি খতম হয়েছে বলে বিজেপি সভাপতির দাবি ঘিরে বিতর্কের মধ্যে তাঁর পক্ষে সওয়াল করে বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহ বললেন, বায়ুসেনা সেখানে যে বাড়িগুলিতে আঘাত করেছিল, সেখানে উপস্থিত লোকজন সম্পর্কে গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অত লোকের মৃত্যুর ‘আশঙ্কা’ প্রকাশ করেছেন উনি। কী করে অমিত শাহ মৃতের সংখ্যা বলছেন, প্রশ্ন করা হলে ভি কে সিংহ বলেন, এ ধরনের অভিযান যখন হয়, ঘটনাস্থলে কোনও সাক্ষী থাকে না। গোয়েন্দা সূত্রে জোগাড় করা খবরে নির্ভর করেই একটা হিসাব করা হয়। গোয়েন্দা সূত্রে বলা হয়, এতগুলি বাড়ি ওখানে ছিল। এই কটা বাড়িতে আঘাত করা হয়েছে। এটা অনুমানের ভিত্তিতে করা হিসাব। উনি আশঙ্কার কথা বলেছেন। প্রসঙ্গত, সরকারের তরফে বলা হয়েছে, ২৬ ফেব্রুয়ারি বায়ুসেনার বিমান হানায় ব্যাপক সংখ্যায় মৃত্যু হয়েছে, যদিও কোনও সংখ্যা বলা হয়নি।