নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে ভূমিকম্প। কম্পন অনুভূত হল উত্তর ভারতের বিভিন্ন স্থানে। পঞ্জাব, হরিয়ানা ও কাশ্মীরেও ভূমিকম্প টের পাওয়া যায়। ভূমিকম্পের উত্সস্থল আফগানিস্থানের কাবুলের ২৪৬ কিমি উত্তর-পূর্বে হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে ।আফগানিস্থানে ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৬.৮। বিকেল ৫.০৯ টা নাগাদ কম্পন অনভূত হয়। ভূপৃষ্ঠ থেকে ২২৫ কিমি গভীরে ছিল কম্পনের কেন্দ্র।
সঙ্গে সঙ্গে ঘরবাড়ি, অফিস ছেডে় বেরিয়ে আসেন মানুষজন। ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত নেই।