নয়াদিল্লি: সোমবার রাতে উত্তর ভারতে হওয়া ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতির উপর নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। উত্তরাখণ্ড সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে প্রধানমন্ত্রীর দফতর। বিপর্যয় মোকাবিলা দফতরকে সবরকম পরিস্থিতির জন্য তৈরি রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহও ভূমিকম্পের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছেন।


জাতীয় আবহাওয়া বিভাগ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ১০.৩৩ মিনিটে ভূমিকম্প হয়। কম্পনের মাত্রা ছিল ৫.৮। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। উত্তরাখণ্ড, পঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ ও দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়েছে। আফটারশক এখনও অনুভূত হয়নি। আজ আফটারশকের সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়াবিদদের মতে, আফটারশকের মাত্রা বেশি হবে না। ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই।


দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ট্যুইট করে বলেছেন, দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়েছে। সবার সুরক্ষার জন্য প্রার্থনা করছি।