নয়াদিল্লি: আজ সকালে মাঝারি মাপের ভূমিকম্প অনুভূত হল জম্মু ও কাশ্মীর ও মেঘালয়ে। ভোর ৪.২৮ মিনিট নাগাদ জম্মু ও কাশ্মীরে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল এখনও জানা যায়নি। তবে আবহাওয়া বিভাগ সূত্রে খবর, ভূ-গর্ভের ৩৩ কিমি গভীরে কম্পন হয়। ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।
মেঘালয়ে আজ সকাল আটটা নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৭। এখানেও কোনও ক্ষয়ক্ষতি বা জীবনহানির খবর পাওয়া যায়নি।
কাশ্মীরে সম্প্রতি পরপর ভূমিকম্প হচ্ছে। বুধবার রাতে উত্তর ভারতে ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের মাত্রা ছিল ৫.৫। দিল্লি, উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরে কম্পন হয়। মঙ্গলবার রাতেও উত্তর ভারতে ভূমিকম্প হয়। কম্পনের মাত্রা ছিল ৩.৩। বৃহস্পতিবার সকালে ৫.৪ মাত্রার কম্পন হয়। এক্ষেত্রে কম্পনের কেন্দ্রস্থল ছিল লাদাখ অঞ্চল। শনিবার ভোর ৪.১৫ মিনিটেও কাশ্মীরে কম্পন অনুভূত হয়।
জম্মু ও কাশ্মীর, মেঘালয়ে মাঝারি মাপের ভূমিকম্প, ক্ষয়ক্ষতরি খবর নেই
Web Desk, ABP Ananda
Updated at:
11 Dec 2017 11:11 AM (IST)
ফাইল ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -