হিমাচলে ভোট ৯ নভেম্বর, গণনা ১৮ ডিসেম্বর, গুজরাতের দিন ঘোষণা পরে, জানাল নির্বাচন কমিশন
Web Desk, ABP Ananda | 12 Oct 2017 05:07 PM (IST)
নয়াদিল্লি: হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করলেও, গুজরাতে ভোটের দিন জানাল না নির্বাচন কমিশন। গুজরাতে ভোটের দিন পরে জানানো হবে। হিমাচলে ভোট একদফায়। ৯ নভেম্বর ভোটগ্রহণ করা হবে। গণনা হবে ১৮ ডিসেম্বর। ভিভিপ্যাট যুক্ত ইভিএম-এ ভোটগ্রহণ করা হবে। নির্বাচন পরিচালনার জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হবে। আজ দুই আধিকারিক ওমপ্রকাশ রাওয়াত ও সুনীল অরোরাকে পাশে নিয়ে হিমাচলে ভোটের দিন ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার অচল কুমার জ্যোতি। ফলে আজ থেকেই হিমাচলে আদর্শ আচরণবিধি চালু হয়ে গেল। প্রথমে মনে করা হচ্ছিল, আজই গুজরাতের বিধানসভা নির্বাচনের দিনও ঘোষণা করা হবে। কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার জানান, গুজরাতে পরে ভোট হবে। হিমাচল প্রদেশের বিধানসভায় সদস্য সংখ্যা ৬৮। আগামী বছরের ৭ জানুয়ারি বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। তবে তার আগেই নির্বাচন হয়ে যাচ্ছে। ২০ হাজার নতুন ভোটার সহ মোট ভোটার প্রায় ৪৯.০৫ লক্ষ। অসুস্থ ও বৃদ্ধদের সাহায্য করার জন্য বুথগুলিতে থাকবে ২০০টি হুইলচেয়ার। ১৩৬টি বুথের দায়িত্বে থাকবেন শুধু মহিলারা। কংগ্রেসের মুখ্যমন্ত্রী প্রার্থী বিদায়ী মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহই। বিজেপি এখনও মুখ্যমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করেনি।