আহমেদাবাদ: বৈদ্যুতিন বিজ্ঞাপনে ‘পাপ্পু’ শব্দটির ব্যবহারে গুজরাত বিজেপিকে বাধা নির্বাচন কমিশনের। বিজ্ঞাপনটিতে ওই শব্দটির মাধ্যমে কার্যত কংগ্রেসের সহ সভাপতি রাহুল গাঁধীকে নিশানা করা হয়।
সোশ্যাল মিডিয়ায় এই শব্দ ব্যবহার করেই রাহুল গাঁধীকে আক্রমণ করা হয়।
এই শব্দ ব্যবহারে কমিশনের নিষেধের বিষয়টি স্বীকার করে নেওয়া হয়েছে বিজেপি সূত্রে। ওই সূত্রটি  বলেছে, বিজ্ঞাপনটির খসড়া ওই শব্দটির সঙ্গে কোনও ব্যক্তির সঙ্গে সম্পর্কিত ছিল না। কিন্তু গুজরাতের মুখ্য নির্বাচনী আধিকারিকের আওতাধীন মিডিয়া কমিটি বিজ্ঞাপনের খসড়ায় উল্লিখিত ওই শব্দ সম্পর্কে আপত্তি তোলে। ওই বিজ্ঞাপনের খসড়াটি গতমাসে অনুমোদনের জন্য জমা দেওয়া হয়েছিল।
বিজেপির এক শীর্ষ নেতা জানিয়েছেন, নির্বাচন সংক্রান্ত কোনও বিজ্ঞাপন দেওয়ার আগে ছাড়পত্র পাওয়ার জন্য তার খসড়া কমিটির কাছে জমা দিতে হয়। কমিটি এক্ষেত্রে ‘পাপ্পু’ শব্দটিকে অবমাননাকর আখ্যা দিয়ে আপত্তি জানিয়েছে। এই শব্দটি সরিয়ে ফেলতে বা অন্য কোনও শব্দ ব্যবহার করতে বলেছে কমিটি।
বিজেপির ওই নেতা জানিয়েছেন, তাঁরা ওই শব্দটি সরিয়ে নয়া খসড়া কমিশনের অনুমোদনের জন্য জমা দেবে। তিনি আরও বলেছেন, যেহেতু ওই শব্দের সঙ্গে কোনও ব্যক্তির সরাসরি নামোল্লেখ বা যোগ স্থাপন করা হয়নি, সেহেতু ওই শব্দের ব্যাপারে আপত্তির বিষয়টি বিবেচনা করতে কমিটির কাছে আর্জি জানানো হয়। কিন্তু সেই আর্জি নাকচ হয়ে যায়।
গুজরাতের মুখ্য নির্বাচনী আধিকারিক বিবি সওইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছেন, বিষয়টি সম্পর্কে তিনি জানেন না, বিস্তারিত জানার পরই তিনি এ ব্যাপারে মন্তব্য করতে পারবেন।