নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরের অনন্তনাগ লোকসভা কেন্দ্রের উপ নির্বাচন স্থগিত রাখল নির্বাচন। রাজ্যের পরিস্থিতি অবাধ ভোটের অনুকূল নয় জানিয়ে নির্বাচন স্থগিতের ঘোষণা করল কমিশন। নিরাপত্তা কর্মীর সংখ্যা অপ্রতুলতাও  এই সিদ্ধান্তের আরও এক কারণ বলে জানিয়েছে কমিশন।

এর আগে দু'-দু'বার উপ নির্বাচন স্থগিত হয়ে যায়। গত ১২ এপ্রিল, অনন্তনাগ লোকসভা কেন্দ্রের উপ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনুকূল নয় বলে ২৫ মে উপ নির্বাচনের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। গতকাল রাতে জারি করা কমিশনের ১০ পাতার নির্দেশে নতুন ভোটের দিন পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।