চেন্নাই: ভোট ঘিরে ব্যাপক দুর্নীতি হয়েছে, কেনা হয়েছে ভোটারদের। এই অভিযোগে জয়ললিতার মৃত্যুর পর ফাঁকা হওয়া আর কে নগর বিধানসভার উপনির্বাচন বাতিল করল নির্বাচন কমিশন।


২দিন আগে তামিলনাড়ুর অর্থমন্ত্রী বিজয়ভাস্করের বাড়িতে তল্লাশি চালিয়ে আয়কর দফতর ভোটারদের ঘুষদানের প্রমাণ উদ্ধার করে বলে অভিযোগ। পরিস্থিতি খতিয়ে দেখে নির্বাচন কমিশন জানিয়ে দেয় নির্বাচন বাতিলের সিদ্ধান্ত। ১২ তারিখ ওই কেন্দ্রে ভোট হওয়ার কথা ছিল।

কমিশন জানিয়েছে, টাকা ও উপহার দিয়ে ভোটারদের যেভাবে কেনা হয়েছে, তার চিহ্ন মুছে গেলে ও ওই কেন্দ্রের পরিস্থিতি স্বচ্ছ নির্বাচনের পক্ষে উপযুক্ত হয়ে উঠলে ফের হবে ওই কেন্দ্রে ভোট। তবে কোনও দিনক্ষণ ঘোষণা করেনি তারা।

২দিন আগে তামিল অর্থমন্ত্রী বিজয়ভাস্করের বাসভবন সহ বিভিন্ন সম্পত্তিতে তল্লাশি চালায় আয়কর দফতর। তাতে যে নথি উদ্ধার হয়, তাতে স্পষ্ট, এআইএডিএমকে-র শশীকলা সমর্থক অংশ এআইএডিএমকে আম্মা প্রায় ৯০ কোটি টাকা বিলি করেছে আর কে নগর কেন্দ্রের ভোটারদের মধ্যে। ওই কেন্দ্রে ভোটে দাঁড়ান শশীকলার ভাইপো দীনকরণ।

এরপরেই নির্বাচন কমিশন জানিয়ে দেয়, স্বচ্ছ ও স্বাভাবিক নির্বাচনের স্বার্থে আর কে নগর কেন্দ্রের ভোট প্রক্রিয়া বাতিল করল তারা।