গোয়ার জনসভায় বিতর্কিত মন্তব্য: কেজরীবালকে তিরস্কার করল নির্বাচন কমিশন
Web Desk, ABP Ananda | 21 Jan 2017 06:36 PM (IST)
নয়াদিল্লি: গোয়ার একটি জনসভায় ঘুষ দেওয়া-নেওয়া সংক্রান্ত বিতর্কিত মন্তব্য করার জন্য আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীবালকে তিরস্কার করল নির্বাচন কমিশন। তাঁকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, ভবিষ্যতে আচরণবিধি লঙ্ঘন করলে তাঁর ও দলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকী, সাসপেন্ড বা আম আদমি পার্টির স্বীকৃতি বাতিল করা হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। গোয়ার ওই জনসভায় কেজরীবাল দাবি করেছিলেন, কংগ্রেস ও বিজেপি ভোটারদের টাকা দিতে আসবে। নোট বাতিল ও মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে ভোটারদের উচিত নতুন নোটে পাঁচ হাজারের বদলে দশ হাজার টাকা নেওয়া। তবে ভোট আম আদমি পার্টিকেই দেওয়া উচিত। এই মন্তব্যের জন্য সোমবার কেজরীবালকে কারণ দর্শানোর নোটিস দেয় নির্বাচন কমিশন। কেজরীবাল নিজের মন্তব্যে অটল থেকে দাবি করেন, তিনি কোনও অন্যায় করেননি। এই কারণেই তাঁকে তিরস্কার করা হল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ২০১৫ সালে দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীনও এই ধরনের মন্তব্য করার জন্য কেজরীবালকে সতর্ক করা হয়েছিল। ফের নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করলে প্রতীক বণ্টন ও সংরক্ষণ আইনের ১৬এ অনুচ্ছেদ অনুসারে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কেজরীবাল অবশ্য নির্বাচন কমিশনের এই সতর্কবার্তাকে গুরুত্ব দিচ্ছেন না। ট্যুইটে তাঁর দাবি, নিম্ন আদালত তাঁর পক্ষেই রায় দিয়েছিল। কিন্তু সেই রায়কে উপেক্ষা করেছে নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে তিনি ফের আদালতে যাবেন।