কাশ্মীরে অশান্তি, পিছিয়ে গেল অনন্তনাগ নির্বাচন, ভোট হবে ২৫ মে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Apr 2017 09:17 AM (IST)
নয়াদিল্লি: কাশ্মীরে অশান্তির জেরে অনন্তনাগ লোকসভা উপনির্বাচন পিছিয়ে দিল নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, জম্মু কাশ্মীর সরকার বলেছে, উপত্যকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের অনুকূল নয়। ১২ তারিখ এই উপনির্বাচন হওয়ার কথা ছিল। নতুন ভোটের দিন স্থির হয়েছে ২৫ মে। কমিশনের আশা, তার মধ্যে উপত্যকার পরিস্থিতি ভোটদানের অনুকূল হয়ে যাবে। কমিশন তাদের নোটিশে বলেছে, রাজ্য সরকারের আশঙ্কা, এই মুহূর্তে রাজ্যে ভোট হলে দুষ্কৃতীরা হিংসাত্মক পরিস্থিতি তৈরি করে ভোট বানচাল করে দিতে পারে। যেভাবে শ্রীনগরে তারা ভোটের সময় চূড়ান্ত ঝামেলা পাকায়, তার উল্লেখ করেছে রাজ্য। নির্বাচন কমিশন ঠিক করেছে, ১ জুনের মধ্যে অনন্তনাগে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। সম্ভাব্য পুনর্নির্বাচনের কথা মাথায় রেখে এই দীর্ঘ সময় দিয়েছে তারা। অনন্তনাগ লোকসভা কেন্দ্রর পিডিপি প্রার্থী উপনির্বাচন স্থগিত রাখার জন্য ইতিমধ্যেই আবেদন করেছেন। গত বছর জুনে কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বিধানসভা ভোট জেতার পর লোকসভা থেকে ইস্তফা দেন। তখন থেকে ফাঁকা অনন্তনাগ কেন্দ্র।