কলকাতা: নির্বাচন কমিশন শনিবার চার রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘন্ট ঠিক করবে ঠিক ছিল, কিন্তু রাজস্থানে আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় ভাষণের জন্য তা পিছিয়ে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। এমনই অভিযোগ করল কংগ্রেস। কলকাতায় কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালার দাবি, কমিশনের বেলা সাড়ে বারোটায় সাংবাদিক বৈঠক করে চার রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণার কথা থাকছিল। কিন্তু তা পিছিয়ে দেওয়া হল দুপুর তিনটেয়। দুপুর একটায় মোদী যাতে রাজস্থানে ভাষণ দিতে পারেন, সম্ভবত সেজন্যই কমিশনের সাংবাদিক সম্মেলন স্থগিত রাখা হল।




তিনি ট্যুইট করেও বলেন, ৫ রাজ্যে ভোটের দিনক্ষণ জানাতে সাড়ে ১২টায় সাংবাদিক বৈঠকের কথা প্রথমে বলল কমিশন। দুপুর একটায় রাজস্থানের আজমেঢ়ে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। আচমকা কমিশন সাংবাদিক বৈঠক বেলা তিনটেয় পিছিয়ে দিল। এই কি কংগ্রেসের স্বাধীন চরিত্র? আপনারাই বুঝুন!

প্রসঙ্গত, কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করলেই মডেল নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যায়, নানা বিধিনিষেধ কার্য্যকর হয়।

মধ্যপ্রদেশ, মিজেরাম, রাজস্থান ও ছত্তিশগড়, এই চার রাজ্যে বিধানসভা নির্বাচন কবে, সেজন্য কমিশনের ঘোষণার অপেক্ষায় রয়েছে সারা দেশ।
দেশবাসী তাদেরই নির্বাচিত সরকারের হাতে আজ আক্রান্ত বলে অভিযোগ করেন সুরজেওয়ালা, রোজ টাকার দামের পতন হচ্ছে, অর্থনীতি গোল্লায় গিয়েছে বলেও অভিযোগ করেন।
২০১৯-এর লোকসভা নির্বাচনের পর কে প্রধানমন্ত্রী হবেন, প্রশ্ন করা হলে তিনি বলেন, সেটা মানুষই ঠিক করবেন। তবে নতুন সরকার হবে জনগণের সরকার, দেশের মানুষের সঙ্গে তার সংঘাত হবে না।