নয়াদিল্লি: সাংগঠনিক ভোটাভুটি ও রদবদল করতে কংগ্রেসকে আরও ৬ মাস সময় দিল নির্বাচন কমিশন।
পূর্বে কমিশন শতাব্দীপ্রাচীন দলকে নির্দেশ দিয়েছিল আগামী ৩০ জুনের মধ্যে সাংগঠনিক নির্বাচন সেরে ফেলতে। সময়সীমা বৃদ্ধি করার জন্য কমিশনে আবেদন করে কংগ্রেস।
দলের দাবি, কংগ্রেস ওয়ার্কিং কমিটি ইতিমধ্যেই ৩১ ডিসেম্বর পর্যন্ত সনিয়া গাঁধীকে সভানেত্রী করার সিদ্ধান্ত নিয়েছে। এমতাবস্থায়, তার আগে ভোট হলে, তা দলের সংবিধান-বহির্ভূত হবে।
তা মেনে নিয়ে কংগ্রেসকে আরও ৬ মাস সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সঙ্গে এ-ও জানিয়ে দিয়েছে, এর পরে আর সময়সীমা বৃদ্ধি করা হবে না। এদিন এই কথা জানান কংগ্রেস সাধারণ সম্পাদক জনার্দন দ্বিবেদী।
কমিশনের এই সিদ্ধান্তের ফলে, কংগ্রেস সভাপতি পদে রাহুল গাঁধীর নির্বাচন আরও কিছুমাস পিছিয়ে গেল। দলীয় সূত্রে খবর, এখন চলতি বছরের শেষের দিকেই রাহুল গাঁধীর পদোন্নতি হবে।
উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর থেকেই সাংগঠনিক রদবদলের প্রক্রিয়া শুরু করার বিষয়ে দলের মধ্যেই জোরাল দাবি ওঠে। দলীয় সূত্রে খবর, সভানেত্রী সনিয়া গাঁধীর বর্তমান শারীরিক অবস্থার কথা মাথায় রেখে এখনই সাংগঠনিক নির্বাচন বা রদবদলে রাজি ছিলেন না পুত্র রাহুল।