নয়াদিল্লি: উত্তরপ্রদেশ সহ ৫টি রাজ্যে ৪ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভোটগ্রহণ চলবে। চালু রয়েছে মডেল নির্বাচনী আচরণবিধি। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরবর্তী 'মন কি বাত' অনুষ্ঠান সম্প্রচারের অনুমতি চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রের সরকার। আগামীকাল রেডিও-তে প্রধানমন্ত্রীর দেশবাসীর উদ্দেশ্যে ওই ভাষণ সম্প্রচারে কোনও বাধা নেই বলে জানিয়েছে কমিশন। প্রয়োজনীয় সম্মতি পাওয়া গিয়েছে বলে জানিয়েছে সরকারি সূত্র।


প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের সময় বরাবরই রেডিও-তে অনুষ্ঠান সম্প্রচারে ছাড়পত্র চেয়ে কমিশনে আবেদন করে সরকার।
কাল মন কি বাত অনুষ্ঠানে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় বসতে চলা পড়ুয়াদের উদ্দেশ্যে বার্তা দেবেন মোদী। পরীক্ষা শুরু হবে ৯ মার্চ, পাঁচটি রাজ্যে ভোটগ্রহণ পর্ব মিটে যাওয়ার পরদিন।