নয়াদিল্লি:  দিন কয়েক আগে এক সন্ত সম্মেলনে দেশের সমস্যা বৃদ্ধির পিছনে জনসংখ্যা বৃদ্ধিকে দায়ী করে, নাম না করে সরাসরি মুসলিমদের কটাক্ষ করে সমালোচনার ঝড় তোলেন উন্নাওয়ের বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। এই বিজেপি সাংসদের বিরুদ্ধে এবার নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে শো-কজ নোটিস জারি করল নির্বাচন কমিশন। বুধবার সকাল পর্যন্ত তাঁকে সময় দিয়েছে কমিশন। এরমধ্যে বিজেপি সাংসদকে তাঁর এধরনের বক্তব্যের স্বপক্ষে জবাব দিতে হবে। শো-কজ নোটিসে কমিশন সাংসদের কাছে জানতে চেয়েছে, এধরনের মন্তব্যের পরও কেন তাঁর বিরুদ্ধে কমিশন কোনও পদক্ষেপ গ্রহণ করবে না।

গতকাল রাতে এই শো-কজ নোটিস জারি করা হয়। সেখানে বলা হয় গত ৪ জানুয়ারি উত্তরপ্রদেশে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে যায়। সেখানেই বলা হয় যে পাঁচ রাজ্যে সামনে নির্বাচন রয়েছে, সেখানে ধর্মীয় ভাবাবেগকে হাতিয়ার করে ভোট চাওয়া যাবে না।

এরপর গত সপ্তাহে মেরঠে এক সম্মেলনে সাক্ষী মহারাজ বলেন, দেশে সমস্যার মূল কারণ বেড়ে চলা জনসংখ্যা। সেখানে তিনি সরাসরি বলেন, জনসংখ্যা বৃদ্ধির জন্যে হিন্দুরা নন, যাঁরা চারটে স্ত্রী এবং চল্লিশ জন সন্তান জন্ম দেওয়ার পক্ষে সওয়াল করেন তাঁরাই দায়ী। এধরনের মন্তব্য সমাজে জাতপাত, ধর্মীয় ভেদাভেদকে আরও প্রশ্রয় দেয়। নির্বাচনী আচরণ বিধি লাগু হওয়ার পর এধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়। কারণ দিন কয়েক আগে শীর্ষ আদালতও এক নির্দেশিকা জারি করে বলে দেয়, জাতপাত, ধর্মকে সামনে রেখে কোনও রাজনৈতিক দল বা ব্যক্তি ভোট চাইতে পারবে না। আগামী ১১ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে প্রথম দফার নির্বাচন।