নয়াদিল্লি: ফেসবুকে নিজের ছবির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের ছবি পোস্ট করায় নির্বাচন কমিশনের রোষের মুখে বিজেপি বিধায়ক ওম প্রকাশ শর্মা। তাঁকে শোকজ করল কমিশন। ওই ছবি ফেসবুক থেকে সত্বর সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে তারা, সেইসঙ্গে বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে নোটিসের জবাব দিতে বলেছে তাঁকে।
শর্মা ১ মার্চ ফেসবুকে দুুটি পোস্টার পোস্ট করেন। তাতে তাঁর ছবি ছাড়াও আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সম্প্রতি পাকিস্তান থেকে ছাড়া পাওয়া উইং কমান্ডার অভিনন্দন বর্তমান ও বিজেপি সভাপতি অমিত শাহের মুখ। সঙ্গে লেখেন, পাকিস্তান মাথা নত করতে বাধ্য হয়েছে। আমাদের দেশের বীর যোদ্ধা অভিনন্দন বর্তমান দেশে ফিরে এসেছেন। এটি প্রধানমন্ত্রী মোদির কূটনৈতিক জয়।
শাহদারার জেলা ম্যাজিস্ট্রেট কে এম মহেশ বলেছেন, মার্চের ১১ তারিখ এই ধরনের পোস্ট করার কারণ জানতে চেয়ে নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে ওম প্রকাশ শর্মাকে।
২০১৩ সালের ডিসেম্বরে সমস্ত রাজনৈতিক দলগুলিকে পাঠানো চিঠির উল্লেখ করে কমিশন সম্প্রতি নির্বাচনী প্রচারে ভারতীয় সেনাবাহিনীর কোনও উল্লেখ না করার নির্দেশ দেয়।
অভিনন্দন বর্তমানের ছবি ফেসবুকে পোস্ট করে মোদির 'জয়গান', দিল্লির বিজেপি বিধায়ককে শোকজ কমিশনের
Webdesk, ABP Ananda
Updated at:
13 Mar 2019 01:59 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -