নয়াদিল্লি: গোয়ার নির্বাচনী জনসভায় করা মন্তব্য ঘিরে শোরগোলের জেরে নতুন করে নির্বাচন কমিশনের নোটিস প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরকে। তাঁকে এর আগে নোটিস দিয়ে ৩ ফেব্রুয়ারির মধ্যে জবাব পেশ করতে বলেছিল কমিশন। তিনি আরও কিছুটা সময় চেয়ে দাবি করেন, জনসভায় তিনি কোঙ্কনী ভাষায় আসলে যা বলেছিলেন, অনুবাদে তার অর্থ বিকৃতি ঘটানো হয়েছে । ভুল অনুবাদ হয়েছে। কিন্তু প্রতিরক্ষামন্ত্রীর দাবি উড়িয়ে কমিশন তাঁকে ফের নোটিস দিয়ে ৯ ফেব্রুয়ারি অর্থাত মঙ্গলবারের মধ্যে জবাব পেশ করতে বলেছে।
ভাষণের ভুল অনুবাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ৪ ফেব্রুয়ারি কমিশনের জনৈক কর্তা বলেন, পর্রীকরের ভাষণের সিডি চেয়ে পাঠানো হয়েছে গোয়ার মুখ্য নির্বাচনী অফিসারের কাছে।
এদিন কমিশনের প্রতিনিধি জানান, ফের পর্রীকরের পুরো ভাষণের বয়ান অনুবাদ করানো হয় তিন সদস্যের কমিটিকে দিয়ে। নতুন অনুবাদে তাঁকে উদ্ধৃত করে বলা হয়েছে, কারও কাছ থেকে ২০০০ টাকা নিয়ে তাকে ভোট দিন না, ক্ষতি নেই। কেউ সভা করতে পারেন, কেউ ৫০০ টাকা নিতেই পারেন। কিন্তু পদ্মফুলে ভোটটা পড়া চাই!
গোয়ার প্রাক্তন প্রধানমন্ত্রীকে পাঠানো নতুন নোটিসে কমিশন বলেছে, ২৯ জানুয়ারি চিম্বেলের সভায় তাঁর ভাষণের সিডি কোনওভাবেই বিকৃত করা হয়নি।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ঘুষ-মন্তব্য: অনুবাদে বিকৃতির অভিযোগ খারিজ, পর্রীকরকে ফের নোটিস কমিশনের
Web Desk, ABP Ananda
Updated at:
07 Feb 2017 05:24 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -