নয়াদিল্লি: দিল্লির অরবিন্দ কেজরীবাল সরকার বলেছিল, ইলেকট্রনিক ভোটিং মেশিনে গড়বড় করে দেখিয়ে দেবে তারা। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে নির্বাচন কমিশন জানিয়ে দিল, ৩ জুন থেকে শুরু হচ্ছে এই চ্যালেঞ্জ, ক্ষমতা থাকলে যে কেউ ইভিএমে গড়বড় করে দেখিয়ে দিক।

মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি বলেছেন, ইভিএমে গন্ডগোল সম্ভব বলে তাঁদের কাছে অনেক অভিযোগ পড়েছে ঠিকই কিন্তু কোনও প্রমাণ জমা দেওয়া হয়নি। তাই এই ইভিএম হ্যাকিং চ্যালেঞ্জ শুরু করছেন তাঁরা, রাজনৈতিক দলগুলি তাদের নিজস্ব আইটি বিশেষজ্ঞ নিয়ে এসে এই চ্যালেঞ্জ নিতে পারে।

যে কোনও দল যে কোনও চারটি কেন্দ্রের চারটি ইভিএম এই চ্যালেঞ্জের জন্য বেছে নিতে পারে। তারপর প্রমাণ করতে হবে, ইভিএমে গড়বড় ঘটিয়ে ভোটের ফল বদলে ফেলা সম্ভব। ২৬ তারিখ বিকেল ৫টার মধ্যে আগ্রহীরা নাম দিতে পারেন।

জাইদির বক্তব্য, শেষ কয়েকটি ভোটের ফল বার হওয়ার পর বারবার ইভিএম গড়বড়ের তত্ত্ব তাঁদের কানে এসেছে। কিন্তু যাঁরা এ সব অভিযোগ করছেন, তাঁরা তাঁদের বক্তব্যের সমর্থনে একটিও প্রমাণ জমা দিতে পারেননি।

উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের পর মায়াবতী, অখিলেশ যাদব থেকে রাহুল গাঁধী- বিরোধীরা এক বাক্যে অভিযোগ করেন, ইভিএমে গন্ডগোল করে ভোটে জিতেছে বিজেপি। দিল্লি পুরসভা ভোটে বিপুল হারের পর একই অভিযোগ করে আম আদমি পার্টিও। কিন্তু নির্বাচন কমিশন এই অভিযোগ বারবারই অস্বীকার করে এসেছে।