Economic Survey 2021: আজ শুরু বাজেট অধিবেশন, আর্থিক সমীক্ষা পেশ করলেন নির্মলা
বিরোধীরা জানিয়ে দিয়েছে, কৃষি আইনের বিরোধিতায় তারা রাষ্ট্রপতির ভাষণ বয়কট করবে।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Last Updated:
29 Jan 2021 05:37 PM
গত বছর ২০২০-২১ অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট পেশের সময় নির্মলা সংশোধিত আর্থিক দায়িত্ব ও বাজেট পরিচালন আইনের এসকেপ ক্লজ বা ধারা প্রয়োগ করেন যাতে ২০ ও ২১ অর্থবর্ষে ০.৫ শতাংশ করে ঘাটতির লক্ষ্যমাত্রা বাড়ানো যায়। সেই অনুসারে অর্থবর্ষ ২২ ও ২৩-এ ঘাটতি ধার্য্য হয়েছিল যথাক্রমে ৩.৩ ও ৩.১ শতাংশ। ২০২৪ অর্থবর্ষে ঘাটতির লক্ষ্যমাত্রা ঠিক হয় ৩ শতাংশ।
অর্থনীতির বিশেষজ্ঞদের ধারণা, নির্মলা সরকারি ব্য়য় অব্যাহত রাখার প্ল্যান এগিয়ে নিয়ে যাবেন, ফলে চলতি অর্থবর্ষে আর্থিক ঘাটতি জিডিপির ৩ শতাংশকে ছাড়িয়ে যেতে পারে। একটি বেসরকারি সমীক্ষা অনুসারে, মার্চ পর্যন্ত চলতি বর্ষে ঘাটতি হবে সম্ভবত জিডিপির ৭.২৫ শতাংশ, আগে ধরা হয়েছিল ৩.৪ শতাংশ।
২০২১-২২ বর্ষের আর্থিক সমীক্ষা পেশ হল লোকসভায়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা সমীক্ষা অসীম তাত্পর্য্যপূর্ণ কেননা গত বছর নোভেল করোনাভাইরাস অতিমারীর জেরে দেশের অর্থনীতির যে সর্বনাশ, বিপর্যয় হয়েছে, তা কাটিয়ে ওঠার প্রক্রিয়া শুরু হচ্ছে। আবার ঘুরে দাঁড়ানোর পথে অর্থনীতি। ১ ফেব্রুয়ারি সংসদে সীতারামন সাধারণ বাজেট পেশ করার আগে যে আর্থিক চিত্র তুলে ধরলেন সমীক্ষার মাধ্যমে, তাতে প্রকাশ, পরবর্তী অর্থবর্ষে (২০২০-২১) প্রকৃত জিডিপি বৃদ্ধির হার ধরা হয়েছে ১১ শতাংশ, সাধারণ জিডিপি বৃদ্ধি হতে পারে ১৫.৪ শতাংশ হারে।
সরকারের তরফে সমীক্ষায় আগাম প্রাথমিক হিসাবে চলতি অর্থবর্ষে ভারতীয় অর্থনীতির সঙ্কোচন হতে পারে ৭.৭ শতাংশ।
সরকারের তরফে সমীক্ষায় আগাম প্রাথমিক হিসাবে চলতি অর্থবর্ষে ভারতীয় অর্থনীতির সঙ্কোচন হতে পারে ৭.৭ শতাংশ।
প্রেক্ষাপট
নয়াদিল্লি: লাল কেল্লায় নজিরবিহীন তাণ্ডবের মাত্র কদিনের মাথায় আজ শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। তবে সূচনা শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা কম। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের আর্থিক সমীক্ষা পেশের আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভাষণ দিয়ে অধিবেশনের সূচনা করবেন। কিন্তু বিরোধীরা জানিয়ে দিয়েছে, কৃষি আইনের বিরোধিতায় তারা রাষ্ট্রপতির ভাষণ বয়কট করবে।
দেখে নিন, আর্থিক সমীক্ষা সম্পর্কে কিছু তথ্য-
- কেন্দ্রীয় বাজেট পেশের তিন দিন আগে আজ পেশ হবে আর্থিক সমীক্ষা। ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশ করবেন।
- আর্থিক সমীক্ষা ২০২০-২১ তৈরি করেছেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যম।
- ১৮টি বিরোধী রাজনৈতিক দল আজ সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ বয়কট করার ঘোষণা করেছে। তারা জানিয়েছে, ৩ কৃষি আইনের বিরোধিতায় এক শ্রেণির কৃষক যে আন্দোলন করছেন তার সমর্থনে এই বয়কটের সিদ্ধান্ত।
- আর্থিক সমীক্ষায় মূল জোর দেওয়া হবে করোনা পরিস্থিতির জেরে দেশ যে আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছে তা পূরণের ওপর।
- একাধিক ইস্যুতে বিরোধীদের প্রতিবাদে উত্তাল হতে পারে এবারের বাজেট অধিবেশন। কৃষি আইন তো আছেই, এছাড়া বেকারত্ব, কেন্দ্রের করোনা পরিস্থিতি সামাল দেওয়া, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনের সঙ্গে অশান্তি, হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস ইত্যাদি নিয়ে অধিবেশন অশান্ত হতে পারে।
- অধিবেশন চালানোয় বিরোধী দলগুলির সহযোগিতা পেতে লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা আজ সবকটি রাজনৈতিক দলের বৈঠক ডেকেছেন। মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও থাকবেন এই বৈঠকে।
- এবারও বাজেট অধিবেশন হবে দুই পর্যায়ে। প্রথমটি চলবে ২৯ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত, দ্বিতীয়টি চলবে ৮ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত।
- এবার বাজেট হবে পেপারলেস, অর্থাৎ আগের মত ব্রিফকেসে বাজেট নিয়ে আসার দৃশ্য হয়তো দেখা যাবে না। বাজেট সংক্রান্ত যাবতীয় তথ্য ও আর্থিক সমীক্ষা অনলাইনে পাওয়া যাবে। টেবল অফ দ্য হাউসে বাজেট ও আর্থিক সমীক্ষা পেশের পরেই তা দেখা যাবে অনলাইনে, জানিয়েছে লোকসভা সেক্রেটারিয়েট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -