নয়াদিল্লি: পিএনবি জালিয়াতিতে অভিযুক্ত নীরব মোদীর এক ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ধৃত ব্যক্তির নাম শ্যামসুন্দর ওয়াধবা। তিনি ফায়ারস্টার গ্রুপ নামে একটি সংস্থার ভাইস-প্রেসিডেন্ট। অর্থপাচারের মামলায় গত রাতে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
ইডি-র এক আধিকারিক জানিয়েছেন, পিএনবি জালিয়াতিতে এই প্রথম কাউকে গ্রেফতার করল ইডি। ধৃত ব্যক্তি নীরবের ঘনিষ্ঠ। তাঁর সঙ্গে নীরবের নিয়মিত যোগাযোগ ছিল। তিনি নীরবের হয়ে অর্থপাচার করছিলেন। তাঁকে জেরা করে এই দুর্নীতির বিষয়ে অনেক তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। শুরুতে তদন্তকারীদের বিপথে চালিত করার চেষ্টা করছিলেন শ্যামসুন্দর। তবে পরে স্বীকার করেছেন, দুর্নীতি করার জন্য দু’টি সংস্থা তৈরি করে সেখানে ভুয়ো ডিরেক্টর হিসেবে কয়েকজনকে দেখিয়েছিলেন।
ইডি সূত্রে খবর, অর্থপাচারের অভিযোগে নীরব ও তাঁর মামা মেহুল চোকসির বিরুদ্ধে দু’টি এফআইআর করা হয়েছে। ফেব্রুয়ারিতে দেশজুড়ে ২৫১টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। এই তল্লাশিতে মোট ৭,৬৬৪ কোটি টাকার হীরে, সোনা, দামী রত্ন ও স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
গ্রেফতার নীরব মোদীর ঘনিষ্ঠ সহযোগী
Web Desk, ABP Ananda
Updated at:
28 Mar 2018 04:00 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -