নয়াদিল্লি: বিতর্কিত ব্যবসায়ী ও মাংস রপ্তানিকারী মইন আখতার কুরেশিকে টাকা তছরুপকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করল ইডি।
ইডি আধিকারিকদের দাবি, গতকাল রাতে গ্রেফতার করা হয় এই ব্যবসায়ীকে। প্রথমে তাঁকে ফোন করে জিজ্ঞাসাবাদের কথা বলা হয়। তারপরই গ্রেফতার ব্যবসায়ী।
মইন কুরেশিকে টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আজ তাঁকে আদালতে পেশ করার কথা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি তদন্তকারী আধিকারিকদের জিজ্ঞাসাবাদের সময় সহযোগিতা করেননি।
টাকা তছরুপকাণ্ডে ব্যবসায়ীর বিরুদ্ধে দুটি এফআইআর রয়েছে। সেই এফআইআর-এর ভিত্তিতে কুরেশিকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে অতীতে। এই বছর তাঁর বিরুদ্ধে যে এফআইআরটি করা হয়, সেখানে প্রাক্তন সিবিআই ডিরেক্টর এ.পি সিংহরও নাম ছিল।
২০১৫ সাল থেকে মইনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তাঁর বিরুদ্ধে বিদেশীমুদ্রায় বিশাল অঙ্কের টাকার লেনদেনের অভিযোগ রয়েছে। হাওয়ালার মাধ্যমে লন্ডন, দুবাই সহ বিদেশের বিভিন্ন জায়গায় টাকা পাচার হয়ে যেত। প্রাক্তন সিবিআই ডিরেক্টরের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক থাকার অভিযোগ পাওয়া গিয়েছে। এছাড়া ইউপিএ এবং এনডিএ-র বহু হাইপ্রোফাইল নেতার সঙ্গেও তাঁর যোগাযোগ থাকার অভিযোগ পাওয়া গিয়েছে।
উত্তরপ্রদেশে সাধারণ একটি মাংসের দোকান দিয়ে ব্যবসা শুরু। তারপর ধীরে ধীরে একাধিক ব্যবসার মালিক হয়ে ওঠেন মইন।
টাকা তছরুপকাণ্ডে ইডির জালে বিতর্কিত ব্যবসায়ী মইন কুরেশি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Aug 2017 03:48 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -