নয়াদিল্লি: পাকিস্তানের মদতপুষ্ট হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাহউদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাসে আর্থিক মদতের মামলায় ১৩টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সবগুলিই জম্মু ও কাশ্মীরে। বেআইনি আর্থিক লেনদেন রোধ আইনে ১.২২ কোটি টাকা অর্থমূল্যের এই সম্পত্তি বাজেয়াপ্ত করার ব্যাপারে নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থাটি। সম্পত্তিগুলি বান্দিপোরার বাসিন্দা জনৈক মহম্মদ শফি শা ও রাজ্যের আরও ৬ বাসিন্দার। এরা বিশ্বজুড়ে নিষিদ্ধ সন্ত্রাসবাদী গোষ্ঠী হিজবুলের হয়ে কাজ করত বলে অভিযোগ।
ইডি জানিয়েছে, বেআইনি কার্যকলাপ দমন আইনে (ইউএপিএ) আইনে সালাহউদ্দিন, মহম্মদ শফি ও অন্যদের বিরুদ্ধে দায়ের হওয়া চার্জশিট বিচার-বিবেচনা করে তারা এ ব্যাপারে অবৈধ আর্থিক লেনদেনের ফৌজদারি মামলা দায়ের করেছে।
ইডি-র এক বিবৃতিতে বলা হয়েছে, কাশ্মীরে সবচেয়ে সক্রিয় সন্ত্রাসবাদী গোষ্ঠী হিজবুল মুজাহিদিন জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসমূলক, বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে আর্থিক মদত দেওয়ায় দায়ী। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ঘাঁটি গেড়ে থাকা স্বঘোষিত কমান্ডার সৈয়দ সালাহউদ্দিনের নেতৃত্বে ওরা ভারতের মাটিতে সন্ত্রাসবাদে টাকার জোগান দিচ্ছে। টাকার আয়োজন হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর এফেক্টিস ট্রাস্ট বা জেকার্ট নামে এক সংস্থার মারফত। এ ব্যাপারে ওদের সঙ্গে যোগাযোগ আছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই ও সেদেশের একাধিক সংস্থার।
হাওয়ালা ও অন্যান্য রাস্তায় ভারতে সন্ত্রাসে খরচের অর্থ পাঠানো হচ্ছে বলে তদন্তে উঠে এসেছে, জানিয়েছে ইডি।
সন্ত্রাসে আর্থিক মদতের অভিযোগে এক মামলায় মহম্মদ শফি এখন রাজধানীর তিহার জেলে আছে বলেও জানিয়েছে তারা।