নয়াদিল্লি: মাসুদ আজহারকে রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণার উদ্যোগে অবশেষে সাফল্য পেল ভারত। এবার মু্ম্বই হামলার মাথা হাফিজ সঈদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া শুরু হল। লস্কর-ই-তৈবা তথা জামাত-উদ-দাওয়া প্রতিষ্ঠাতা হাফিজও বিশ্ব সন্ত্রাসবাদী। সন্ত্রাসে আর্থিক মদত ও বেআইনি আর্থিক লেনদেন মামলায় হাফিজের সঙ্গে যোগ থাকা দিল্লির একটি ৭৩ লক্ষ ১২ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সরকারি অফিসাররা জানিয়েছেন, এ ব্যাপারে বেআইনি আর্থিক লেনদেন রোধ আইনে আদেশ জারি করা হয়েছে। ওই সম্পত্তির মালিক জনৈক মহম্মদ সলমন ও তাঁর পরিবারের সদস্যরা। সংশ্লিষ্ট মামলার সঙ্গে যোগসাজশ আছে হাফিজের।