নয়াদিল্লি: মাসুদ আজহারকে রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণার উদ্যোগে অবশেষে সাফল্য পেল ভারত। এবার মু্ম্বই হামলার মাথা হাফিজ সঈদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া শুরু হল। লস্কর-ই-তৈবা তথা জামাত-উদ-দাওয়া প্রতিষ্ঠাতা হাফিজও বিশ্ব সন্ত্রাসবাদী। সন্ত্রাসে আর্থিক মদত ও বেআইনি আর্থিক লেনদেন মামলায় হাফিজের সঙ্গে যোগ থাকা দিল্লির একটি ৭৩ লক্ষ ১২ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সরকারি অফিসাররা জানিয়েছেন, এ ব্যাপারে বেআইনি আর্থিক লেনদেন রোধ আইনে আদেশ জারি করা হয়েছে। ওই সম্পত্তির মালিক জনৈক মহম্মদ সলমন ও তাঁর পরিবারের সদস্যরা। সংশ্লিষ্ট মামলার সঙ্গে যোগসাজশ আছে হাফিজের।
সঈদ-যোগ, ৭৩ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
Web Desk, ABP Ananda
Updated at:
02 May 2019 08:53 PM (IST)
ওই সম্পত্তির মালিক জনৈক মহম্মদ সলমন ও তাঁর পরিবারের সদস্যরা। সংশ্লিষ্ট মামলার সঙ্গে যোগসাজশ আছে হাফিজের।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -