নয়াদিল্লি: এয়ারসেল-ম্যাক্সিস চুক্তিতে আর্থিক বেনিয়মের অভিযোগের তদন্তে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমের ১.১৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পাশাপাশি তাঁর সঙ্গে সম্পর্কিত একটি ফার্মও বাজেয়াপ্ত করা হয়েছে।
ইডির পক্ষ থেকে জানানো হয়েছে, আর্থিক বেনিয়ম প্রতিরোধ আইন (পিএমএলএ)-র আওতায় প্রভিশনাল অ্যাটাচমেন্ট নির্দেশিকা জারি করে কার্তির ফিক্সড ডিপোজিট এবং সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রায় ৯০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এই আইনের আওতাতেই অ্যাডভান্টেজ স্ট্র্যাটেজিক কনসাল্টিং প্রাইভেট লিমিটেড নামে সংস্থার ২৬ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত হয়েছে। ইডি-র দাবি, ওই সংস্থার সঙ্গে কার্তির যোগ রয়েছে। অন্য একজনের নামে ওই সংস্থার ‘নিয়ন্ত্রক’ তিনিই।
ইডি আরও দাবি করেছে, গুরগাঁওয়ে একটি সম্পত্তি থেকে নিজের নাম সরিয়ে দিয়েছেন। ইডির অভিযোগ, বাজেয়াপ্তকরণের প্রক্রিয়া ব্যাহত করার জন্য কার্তি কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন এবং আরও কয়েকটি অ্যাকাউন্ট বন্ধের জন্য উদ্যোগী হয়েছেন।
ইডি-র এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন চিদম্বরম। তিনি বলেছেন, ‘সর্বেব মিথ্যে ও ভ্রান্ত ধারনা’র বশবর্তী হয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে তিনি আদৌ ভীত নন বলে জানিয়েছেন প্রবীণ এই কংগ্রেস নেতা।
চিদম্বরমের অভিযোগ, তাঁর কন্ঠরোধ করতেই এই পদক্ষেপ। তিনি বলেছেন, ইডি প্রেস নোট যে অভিযোগ করেছে তা ‘মিথ্যে ও ভ্রান্ত ধারনার সংমিশ্রণ’। এই মামলায় পেশ করা একটি মাত্র চার্জশিট বিশেষ বিচারক খারিজ করে দিয়েছেন। সেজন্য প্রেস নোটে ইডি-র এই মামলায় সম্পত্তি বাজেয়াপ্ত করার বৈধতার বিষয়টি চাতুরতার সঙ্গে এড়িয়ে যাওয়া হয়েছে।
অ্যাটাচমেন্ট অর্ডার হাতে পেলে আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও চিদম্বরম জানিয়েছেন।
কার্তির ১.১৬ কোটি টাকার সম্পত্তি ও ‘নিয়ন্ত্রণাধীন’ ফার্ম বাজেয়াপ্ত করল ইডি
ABP Ananda, web desk
Updated at:
25 Sep 2017 05:01 PM (IST)
পি চিদম্বরম ও কার্তি চিদম্বরম
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -