মুম্বই ও নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) জালিয়াতির তদন্তে নেমে গীতাঞ্জলি জেমস ও এই সংস্থার কর্ণধার মেহুল চোকসির বিরুদ্ধে কড়া পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। চোকসির ১,২১৭ কোটি টাকার সম্পত্তি ক্রোক করা হয়েছে। এছাড়া আজ মুম্বইয়ের আঞ্চলিক দফতরে পিএনবি-র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুনীল মেহতাকে জেরা করা হয়েছে।
কয়েকদিন আগেই পিএনবি-র এগজিকিউটিভ ডিরেক্টর কে ভি ব্রহ্মাজি রাওকে জেরা করে এই জালিয়াতি ধরা পড়ার বিষয়টি এবং ব্যাঙ্কের অন্যান্য কাজকর্ম বোঝার চেষ্টা করেন ইডি আধিকারিকরা। এরপরেই অর্থপাচার বিরোধী আইনে চোকসির সম্পত্তি বাজেয়াপ্ত করা হল। যে সম্পত্তিগুলি বাজেয়াপ্ত করা হয়েছে, তার মধ্যে রয়েছে কলকাতার একটি মল, মুম্বইয়ে ১৫টি ফ্ল্যাট ও ১৭টি অফিস, আলিবাগে চার একরের একটি খামারবাড়ি এবং নাসিক, নাগপুর, পানভেল ও বিল্লুপুরমে ২৩১ একর জমি, তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ৫০০ কোটি টাকা মূল্যের ১৭০ একরের পার্ক, মুম্বইয়ের পূর্ব বরিভালিতে চারটি ফ্ল্যাট এবং পূর্ব সান্তাক্রুজের খেনি টাওয়ারে ৯টি ফ্ল্যাট।
এর আগে গত সপ্তাহে নীরব মোদীর ৫৩২.৭২ কোটি টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। পিএনবি জালিয়াতির তদন্তে দেশজুড়ে তল্লাশি চালানো হচ্ছে। তদন্তে এই জালিয়াতির বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন ইডি আধিকারিকরা।
চোকসির ১,২১৭ কোটি টাকার সম্পত্তি ক্রোক, পিএনবি-র শীর্ষকর্তাকে জেরা ইডি-র
Web Desk, ABP Ananda
Updated at:
01 Mar 2018 07:13 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -