টাকা তছরুপে অভিযুক্ত পুরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ার যাদব সিংহের ২৫.৮ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Dec 2017 05:41 PM (IST)
নয়াদিল্লি: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট স্থানীয় পুরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ার যাদব সিংহের বিরুদ্ধে বিশেষ আদালতে টাকা তছরুপের অভিযোগ দায়ের করে, ২৫.৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল। যাদব সিংহের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। দুটি মামলাতেই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। পিএমএল-এর অধীনে যাদব সিংহের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। প্রথম মামলা হয়েছে যাদবের অনৈতিক কাজকর্ম ও দুর্নীতির জন্যে। এই দুর্নীতির জেরে প্রায় ১৯.৯২ কোটি টাকার ফায়দা পেয়েছে এন.কে.জি ইনফ্রাস্ট্রাকচর লিমিটেড, জেএসপি কন্সস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড এবং তিরুপতি কন্সট্রাকশন সংস্থা। দ্বিতীয় মামলার তদন্তের সময় দেখা যায়, যাদব সিংহের স্ত্রী কুসুম লতা, তাঁর ননদ বিদ্যা দেবীর সঙ্গে মিলে একটি ট্রাস্ট খুলেছিলেন, ওই ১৯ কোটি যাতে কারও নজর না পড়ে। ওই ট্রাস্টে ডোনেশন হিসেবে টাকাটা পড়েছিল। পরে নগদে সেটা আবার যাদবের পরিবারের সদস্যদের কাছেই ফিরে আসে। তদন্তে নেমে ইডি পিজিপি ট্রাস্টের ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্কে গচ্ছিত থাকা ৪০.৬ কোটি বাজেয়াপ্ত করেছে। এছাড়া মথুরাতে দুটি সম্পত্তি, জাহাঙ্গিরপুর জওয়াহারে দুটি সম্পত্তি, গৌতমবুদ্ধনগর, উত্তরপ্রদেশে সম্পত্তি ও দিল্লিতে একটি অফিস ঘর বাজেয়াপ্ত করেছে। এই সমস্ত সম্পত্তিই পিজিপি ট্রাস্টের নামে, যেখানে যাদবের স্ত্রী কুসুম লতা অন্যতম ট্রাস্টি।