মুম্বই: একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে কিংফিশার এয়ারলাইন্সের ঋণ নেওয়ার মামলায় লিকার ব্যারন বিজয় মাল্য সহ অন্যান্যদের বিরুদ্ধে প্রথম চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ৫৭ পাতার এই চার্জশিটে অর্থপাচারের বিভিন্ন ধারার কথা উল্লেখ করা হয়েছে। মাল্য গতকালই দাবি করেছিলেন, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তাঁর কাছে যথেষ্ট প্রমাণ আছে। কিন্তু ইডি চার্জশিট দেওয়ায় বিপাকে পড়ে যেতে পারেন তিনি।
গত বছর অর্থপাচারের মামলায় মাল্যর বিরুদ্ধে মামলা দায়ের করে। এখনও পর্যন্ত ৯,৬০০ কোটি টাকারও বেশি মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি আধিকারিকরা বলেছেন, নিয়ম না মেনে কীভাবে বিদেশে ৪০০ কোটি টাকা পাচার করা হয়েছে, চার্জশিটে সে কথা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। কিংফিশার এয়ারলাইন্সের অন্যান্য আধিকারিক এবং সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারিকদের ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি কিংফিশার এয়ারলাইন্সকে ৮৬০.৯২ কোটি টাকা ঋণ দিয়েছিল। এর মধ্যে ৪২৩ কোটি টাকাই বিদেশে পাচার করা হয়েছে।
অর্থপাচারের মামলায় বিজয় মাল্যর বিরুদ্ধে ইডি-র চার্জশিট
Web Desk, ABP Ananda
Updated at:
14 Jun 2017 09:14 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -