নয়াদিল্লি: একা সিবিআইতে রক্ষা নেই, ইডি দোসর!


প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের ছেলে কার্তি সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।


সম্প্রতি, কার্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই। তারপরই মন্ত্রী-পুত্রের বিরুদ্ধে মামলা দায়ের করল আরেক কেন্দ্রীয় সংস্থা। এদিকে, মামলা দায়ের হওয়ার আগের দিনই লন্ডন পাড়ি দিলেন কার্তি।


জানা গিয়েছে, এদিন কার্তির বিরুদ্ধে আর্থিক তছরুপ ধারায় ইসিআইআর বা এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট (পুলিশের এফআইআর-এর সমতুল্য) দায়ের করা হয়।


পাশাপাশি, আইএনএক্স মিডিয়ার অধিকর্তা পিটার মুখোপাধ্যায়, ইন্দ্রাণী মুখোপাধ্যায় সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। প্রসঙ্গত, এদের সকলের নামই সিবিআই-এর এফআইআর-এও ছিল।


এবার অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে দেখবে ইডি। প্রয়োজনে অভিযুক্তদের সম্পত্তি ক্রোকও করতে পারে ইডি। গত মঙ্গলবার চার শহরে কার্তির বিভিন্ন বাড়ি ও দফতরে তল্লাশি চালায় সিবিআই।


অভিযোগ, আইএনএক্স মিডিয়ার বিরুদ্ধে একটি কর-ফাঁকি মামলায় ছাড় পেতে কার্তিকে বিপুল পরিমাণ টাকা দিয়েছিলেন পিটার-ইন্দ্রাণী।


সিবিআই-এর অভিযোগ, মরিশাস থেকে বিনিয়োগ পেতে অসাধু উপায় অবলম্বন করেছিল আইএনএক্স। এই প্রেক্ষিতে সংস্থার ওপর যাতে কর-ফাঁকি দেওয়া তদন্ত না শুরু হয়, তা নিশ্চিত করতে কার্তির একটি ‘পরোক্ষ’ মালিকানাধীন সংস্থার নামে বিভিন্ন সময়ে ‘পরিষেবা’ খাতে ১০ লক্ষ টাকার একাধিক ভাউচার দেওয়া হয়।


যদিও, সব অভিযোগ খারিজ করেন চিদম্বরম। কার্তির বাবা, তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম জানিয়ে দেন, তাঁর ছেলেকে ফাঁসানোর জন্যই কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে।


এদিকে, যেদিন ইডি তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করল, ঠিক তার আগের দিনই লন্ডন পাড়ি দিলেন কার্তি। যদিও, সিনিয়র চিদম্বরমের দাবি, কার্তির এই সফর নির্ধারিত সূচিতেই ছিল। বলেন, কার্তির বিদেশযাত্রাতে কোনও নিষেধাজ্ঞা নেই। ছেলে কয়েকদিনের মধ্যে ফিরে আসবে।