মুম্বই: অর্থ পাচারের মামলায় বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েককে ফের সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই নিয়ে চতুর্থবার নায়েককে সমন পাঠাল হল। তাঁর আইনজীবীর মাধ্যমে ই-মেল মারফত এই সমন পাঠানো হয়েছে। নায়েককে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে। তিনি স্কাইপের মাধ্যমে সাক্ষ্য দেওয়ার আর্জি জানিয়েছিলেন। কিন্তু অভিযোগ গুরুতর হওয়ায় ইন্টারনেটে ভিডিওর মাধ্যমে সাক্ষ্য দেওয়ার আর্জি খারিজ করে দিয়েছে ইডি। এবার হাজিরা না দিলে নায়েকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হতে পারে ইডি।


গত সপ্তাহেই অর্থ পাচারের অভিযোগে নায়েকের ঘনিষ্ঠ সহযোগী আমির গজদারকে গ্রেফতার করেছে ইডি। গ্রেফতারি এড়াতে দীর্ঘদিন ধরে দেশের বাইরে আছেন নায়েক। তাঁকে জেরা করা সম্ভব হয়নি ইডি-র পক্ষে। সেই কারণেই এবার আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন তদন্তকারীরা।