মুম্বই: আর্থিক তছরূপের মামলার তদন্তে এবার বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েক এবং তাঁর প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চলতি মাসের মধ্যেই জাকিরকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


ইডি সূত্রে জানা গিয়েছে, গত মাসেই জাকির ও তাঁর সংস্থার বিরুদ্ধে বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ দায়ের করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই মামলা দায়ের করা হয়েছে। তদন্তে ইতিমধ্যেই ব্যাঙ্কের মাধ্যমে বেশ কিছু সন্দেহজনক লেনদেনের নথি পাওয়া গিয়েছে। সে বিষয়েই জাকিরের বয়ান লিপিবদ্ধ করতে চায় ইডি।

তরুণ ও যুবকদের মৌলবাদে উদ্বুদ্ধ করে তাদের সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত করার অভিযোগ রয়েছে জাকিরের বিরুদ্ধে। গত বছর ঢাকায় সন্ত্রাসবাদী হামলার সঙ্গে যুক্ত তরুণরা জানিয়েছিল, তারা জাকিরের বক্তব্যে অনুপ্রাণিত হয়েছে। গ্রেফতারি এড়াতে বেশ কিছুদিন ধরেই দেশ ছেড়ে সৌদি আরবে আছেন বিতর্কিত এই ধর্মপ্রচারক। তাঁর সংস্থার বিরুদ্ধে তদন্ত নেমে ১০টি স্থানে তল্লাশি চালিয়েছে এনআইএ ও মুম্বই পুলিশ। এবার সমন পাঠানো হল।