মুম্বই: বস্তি পুনর্বাসন প্রকল্পে ৪০০ কোটি টাকা আর্থিক নয়ছয়ের অভিযোগে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকির বাসভবন সহ সাতটি তল্লাশি চালাল ইডি। স্থানীয় থানায় এফআইআর-এর ভিত্তিতে অর্থ পাচার রোধ সংক্রান্ত মামলায় সিদ্দিকি সহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত মহারাষ্ট্র আবাসন ও এলাকা উন্নয়ন পর্ষদের মুম্বই বোর্ডের চেয়ারম্যান ছিলেন সিদ্দিকি। বান্দ্রায় বস্তির জায়গায় তৈরি হওয়া আবাসন বণ্টনে অনিয়মের অভিযোগে ২০১২ সালে এক ব্যক্তি আদালতের দ্বারস্থ হন। ২০১৪ সালে আদালতের নির্দেশে বান্দ্রা পুলিশ এফআইআর দায়ের করে। জাল নথির মাধ্যমে আবাসন বিলি করা হয়েছে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা।
তিনবারের কংগ্রেস বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী সিদ্দিকি রাজনৈতিক মহলের পাশাপাশি বলিউডেও পরিচিত মুখ। বলিউড তারকাদের সঙ্গে তাঁর সম্পর্ক খুব ভাল। ২০১৩ সালে সমলন খান ও শাহরুখ খানের ঝামেলা মিটিয়ে নেওয়ার ক্ষেত্রেও প্রধান উদ্যোগ ছিল সিদ্দিকির। তাঁর আমন্ত্রণে ইফতার পার্টিতে হাজির হয়েছিলেন শাহরুখ ও সলমন। তাঁরা দীর্ঘদিনের বিবাদ মিটিয়ে একে অপরকে আলিঙ্গনও করেছিলেন। এহেন প্রভাবশালী ব্যক্তি সিদ্দিকির বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠেছে। সিদ্দিকি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন।
বস্তি পুনর্বাসনে দুর্নীতি, শাহরুখ-ঘনিষ্ঠ কংগ্রেস নেতা বাবা সিদ্দিকদের বিরুদ্ধে ইডি-র তল্লাশি
Web Desk, ABP Ananda
Updated at:
31 May 2017 05:54 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -