লালু, পরিবারের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেন রোধ আইনে মামলা ইডি-র
Web Desk, ABP Ananda | 27 Jul 2017 07:43 PM (IST)
নয়াদিল্লি: বিহারের রাজনৈতিক ডামাডোলের মধ্যেই নতুন মামলায় জড়ালেন লালুপ্রসাদ যাদব। ইউপিএ জমানায় রেলের হোটেলের দেখভালের বরাত দেওয়া সংক্রান্ত মামলায় লালু ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেন মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বেআইনি আর্থিক লেনদেন রোধ আইনে (পিএমএলএ) মামলাটি রুজু করা হয়েছে। এ মাসের শুরুতে একটি ফৌজদারি এফআইআর দায়ের করে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও অন্যান্যদের বিরুদ্ধে একাধিক জায়গায় তল্লাশি চালায় সিবিআই। এফআইআরটি বিবেচনায় রেখে মামলার পদক্ষেপ করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি। সিবিআইয়ের এফআইআরে অভিযোগ করা হয়েছে, ইউপিএ আমলে লালু রেলমন্ত্রী থাকাকালে রাঁচি ও পুরীতে আইআরসিটিসি-র দুটি হোটেলের রক্ষণাবেক্ষণের বরাত তুলে দেওয়া হয় সুজাতা হোটেলসকে, বিনিময়ে জনৈক সরলা গুপ্তার মালিকানাধীন 'বেনামি' কোম্পানির মাধ্যমে পটনায় একটি দামী জমি উত্কোচ হিসাবে নেন লালু। ৫ জুলাই এ ব্যাপারে এফআইআর দায়ের করে সিবিআই। তাতে অভিযুক্ত করা হয় সুজাতা হোটেলস-এর দুই ডিরেক্টর বিজয় কোছার ও বিনয় কোছার, ডিলাইট মার্কেটিং কোম্পানি (বর্তমানে যা লারা প্রজেক্টস), আইআরসিটিসি-র সেই সময়ের এমডি পি কে গোয়েলকেও। সূত্রের খবর, সম্ভবত শেল কোম্পানির মাধ্যমে অভিযুক্তরা অপরাধমূলক কাজ থেকে মুনাফা তৈরি করেছিল বলে যে অভিযোগ রয়েছে, তা খতিয়ে দেখবে ইডি। পাশাপাশি এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্টে থাকা অভিযোগের পরিপ্রেক্ষিতে লালুর স্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, ছেলে তেজস্বী যাদব ও অন্যদের বিরুদ্ধেও তদন্ত করবে তারা। প্রসঙ্গত, বেআইনি আর্থিক লেনদেন রোধ আইনে ইডি-র হাতে দুর্নীতির মাধ্যমে পাওয়া সম্পত্তি অধিগ্রহণ করে বাজেয়াপ্ত করার ক্ষমতা আছে। এ ক্ষেত্রেও তারা সে পথে হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে।