মুম্বই: ইসলামি ধর্ম প্রচারক জাকির নায়েকের মালয়েশিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করতে পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এ জন্য মুম্বইয়ের একটি বিশেষ আদালতের কাছ থেকে অনুমতি চেয়েছে তারা।
ইডির আইজীবী জানিয়েছেন, এ জন্য লেটারস রোগাটরি চেয়ে তাঁরা আদালতে গিয়েছেন। লেটারস রোগাটরি হল এক দেশের আদালতের বিচার সংক্রান্ত সাহায্য চেয়ে আর এক দেশের আদালতে করা সরকারি অনুরোধ।
জাকিরের বিরুদ্ধে অভিযোগ, নিজের টেলিভিশন চ্যানেলের সাহায্যে সাম্প্রদায়িক হিংসা ছড়াচ্ছে সে। জঙ্গিদের সাহায্য করছে, পাচার করেছে কোটি কোটি টাকা। তার গোষ্ঠীর বিরুদ্ধে জোর করে ধর্মান্তরকরণের অভিযোগও উঠেছে।
গত বছর বাংলাদেশের বেকারি হামলায় যুক্ত জঙ্গিরা তার বক্তৃতায় অনুপ্রেরণা পেয়েছিল।
টাকা পাচারের অভিযোগে আদালত ইতিমধ্যেই জাকিরের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
তার নাম নিয়ে নাড়াচাড়া শুরু হওয়ার পর থেকেই আর দেশে ফেরেনি জাকির। তখন থেকে বিদেশেই রয়েছে সে। এনআইএ সূত্রে খবর, এ বছরের মে মাসে, মালয়েশিয়ার নাগরিকত্ব চেয়ে আবেদন করেছে সে।
এনআইএ তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করতে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে। তখন থেকেই কোনও নির্দিষ্ট জায়গায় নেই জাকির, বারবার ঠিকানা বদলাচ্ছে সে।
মালয়েশিয়ায় জাকির নায়েকের সম্পত্তি বাজেয়াপ্ত করতে আদালতের অনুমতি চাইল ইডি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Jul 2017 01:28 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -