নয়াদিল্লি: বিজয় মাল্যকে দেশে ফেরানোর প্রচেষ্টা আরও জোরদার করছে কেন্দ্র। কিংফিশারের মালিকের বিরুদ্ধে নোটিশ জারি করার জন্য ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করেছে তারা। ইন্টারপোলের মাধ্যমে মাল্যকে দেশে ফিরিয়ে এনে কাঠগড়ায় তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একাধিক ব্যাঙ্ক থেকে ৯০০০ কোটি টাকারও বেশি ধার নিয়ে ঋণ না চুকিয়েই ইংল্যান্ডে গা ঢাকা দিয়েছেন মাল্য। তাঁকে প্রত্যর্পণ করার জন্য ভারত ইংল্যান্ডকে অনুরোধ করলে তা মানতে রাজি হয়নি লন্ডন। তাই এখন ইন্টারপোলের মাধ্যমে মাল্যকে গ্রেফতার করার চেষ্টা।
আরও পড়ুন মাল্যকে ফেরত পাঠানোর আইনি সংস্থান নেই, জানাল ব্রিটেন
বিজয় মাল্যর বিরুদ্ধে ইন্টারপোল অ্যারেস্ট ওয়ারেন্ট চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 May 2016 05:05 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -